মুম্বই, ২০ এপ্রিল: মুম্বইয়ে ৫৩ জন সাংবাদিকের শরীরে মিলল করোনাভাইরাস (Coronavirus)। তবে কারোরই কোনও উপসর্গ নেই। সকলকে আইসোলেশনে পাঠানো হয়েছে বলে জানায় বিএমসি। ১৭১ জন সাংবাদিকের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। যাদের মধ্যে রয়েছেন চিত্র সাংবাদিক, রিপোর্টার ও ভিডিও জার্নালিস্ট। ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা রয়েছেন। মুম্বই শহরে হাতে গোনা কয়েকজন কর্মীই ঘুরে বেড়াচ্ছেন খবর সংগ্রহের উদ্দেশে। দেশজুড়ে লকডাউন চললেও চিকিৎসক, সংবাদকর্মী, পুলিশ ও স্যানিটাইজেশন কর্মী ইত্যাদি কিছু গুরুত্ত্বপূর্ণ বিভাগ প্রতিনিয়ত মানুষকে পরিষেবা দিয়ে চলেছে।
53 journalists in Mumbai tested positive for #COVID19; All are under isolation.Samples of 171 journalists reporting from field,including Photographers,Video Journalists&Reporters,were collected.Most of the positive journalists were asymptomatic: Brihanmumbai Municipal Corporation pic.twitter.com/Q4eDRYuYBw
— ANI (@ANI) April 20, 2020
এর আগে দেশের বহু স্বাস্থ্যকর্মীদের করোনায় আক্রান্ত হতে দেখা গেছে। তবে একইসঙ্গে এতজন সাংবাদিকের শরীরে করোনা পজিটিভ পাওয়ায় রীতিমতো চিন্তায় জনগণ। এদিকে গত ১৪ এপ্রিল প্রথম পর্যায়ের লকডাউনের শেষদিনে দ্বিতীয় পর্যায়ের লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৩ মে পর্যন্ত চলবে তার সময়সীমা। এই পর্যায়ে দেশের রাজ্যগুলির বিভিন্ন জেলা ধরে ধরে নজরদারি চালানো হবে। যেসব জেলায় হটস্পট থাকবে না, আক্রান্ত শূন্য। সেসব অংশে ২০ তারিখের পর লকডাউন শিথিল হবে। ছাড় মিলবে বাণিজ্যিক পরিষেবায়, স্বাস্থ্য পরিষেবায়, অর্থনৈতিক ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, গাড়ি চলাচলে ও কিছু কলকারখানায়। তবে লকডাউন শিথিল করার পাশাপাশি, সমাজাকি দূরত্ব থেকে শুরু করে কর্মক্ষেত্রে এই সময়কার যাবতীয় গাইডলাইন মেনে চলতে হবে। যেসব জায়গায় আক্রান্ত রয়েছে, সংক্রমণ বেড়েছে, সেসব জায়গায় ২০ তারিখ থেকে শুরু হওয়া লকডাউন শৈথিল্য বলবৎ হবে না। আরও পড়ুন, আজ থেকেই শিথিল হচ্ছে দেশের করোনামুক্ত এলাকার লকডাউন, কী কী ক্ষেত্রে মিলছে ছাড়?
ইতিমধ্যে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৭, ৬৫৬। এর মধ্যে ১৪, ২৫৫ টি কেস সক্রিয় রয়েছে। মৃতের সংখ্যা প্রায় ৫৫৯। প্রায় ২৮৪২ জন সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন। মুম্বইয়ে করোনায় আক্রান্তের সংখ্যা ২, ৭২৪ জন। মৃত ১৩২।