শ্রীনগর, ২৯ অক্টোবর: সেনা (Indian Army), জঙ্গি (Terrorist) লড়াইয়ের জেরে সোমবার থেকে উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে জম্মু কাশ্মীরের আখনুর (Akhnoor)। সুন্দরবেণীর বাত্তাল গ্রামের যে জায়গায় জঙ্গিরা লুকিয়ে ছিল, সোমবার থেকেই তা ঘিরে ধরে গুলি চালাতে শুরু করে সেনা এক নাগাড়ে। সেনা বাহিনী এবং পুলিশের পাশাপাশি বাত্তালে হাজির হয় এনএসজি (NSG)। এরপর একযোগে ৩ বাহিনীর অভিযানে পরপর ৩ জঙ্গির নিহত হওয়ার খবর মেলে। ৩ জঙ্গি নিহত হলেও, গোটা এলাকা ঘিরে ধরে তল্লাশি চালানো হচ্ছে। যাতে ওই এলাকায় পালিয়ে থাকা জঙ্গিরা ছাড় না পায়, সে বিষয়ে নেওয়া হয়েছে উদ্যোগ।
দেখুন সেই ভয়াবহ ভিডিয়ো...
#WATCH | Jammu & Kashmir | Akhnoor Encounter | Visuals from the encounter site in Battal village
Three terrorists have been neutralised in an operation after terrorists fired upon an Army convoy near Asan, Sunderbani Sector, yesterday morning. pic.twitter.com/hDBWd0BPaD
— ANI (@ANI) October 29, 2024
বাত্তালে এনকাউন্টারের জেরে সেনা বাহিনীর 'বাফাদার' সারমেয় ফ্যান্টমের (কুকুর) মৃত্যু হয়। যা নিয়ে শোক প্রকাশ করা হয় বাহিনীর তরফে। সেনা, জঙ্গির গুলির লড়াইয়ে উত্তাল বাত্তাল থেকে আরও একটি ছবি উঠে এল। যেখানে জঙ্গিদের আশ্রয়স্থলের ছাঁদ ফুড়ে, দেওয়াল ফুড়ে দেওয়া হয়েছে গুলি চালিয়ে। ভয়ঙ্কর সেই ছবি উঠে আসে সংবাদ সংস্থা এএনআইয়ের পাতায়।
প্রসঙ্গত সোমবার আসানে সেনা বাহিনীর কনভয় লক্ষ্য করে গুলিতে চালাতে শুরু করে জঙ্গিরা। সঙ্গে সঙ্গে বাহিনীও পালটা জবাব দেয়। এরপর ক্রমাগত ১, ২ এবং ৩ জঙ্গিকে খতম করে দেন সেনা জওয়ানরা।