ইন্ডিয়া জোট ২৩২টি আসন পেলেও একক দল হিসেবে এখনও অনেকটাই পেছনে রয়েছে কংগ্রেস। এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছে মাত্র ৯৯টি আসন। গতবারের থেকে ৪৭টি আসন বেশি। তবে দলীয় আসন নিয়ে না ভেবে জোট হিসেবে ইন্ডিয়া যে অনেকটা এগিয়ে গিয়েছে সেটাকেই প্রতিমুহূর্তে সামনে আনছে রাহুল গান্ধী। আর এই নিয়ে কংগ্রেসকে জোড়ালো আক্রমণ শানালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। যদিও তিনি অবশ্য নিজেই মেদিনীপুর কেন্দ্রে জুন মালিয়ার কাছে হেরেছেন।

তবে এদিন অগ্নিমিত্রা বলেন, যে দল একশোর গণ্ডি পেরোতে পারল না, সেই দল কীভাবে সরকার গঠন করার স্বপ্ন দেখছে? প্রধানমন্ত্রী মোদীই আবার তৃতীয়বারের জন্য সরকার গঠন করবে, এই বিষয়ে ওনারা নিশ্চিত থাকতে পারেন। অন্যদিকে নিজের পরাজয় নিয়ে অগ্নিমিত্রা বলেন, দিলীপদা ওই কেন্দ্রে ভালোই সংগঠন করেছিল। আমায় নিয়ে দলীয় নেতা বা কর্মীদের মনে কোনও ক্ষোভ ছিল না। আমি ভালোই লিড নিয়েছিলাম। গত লোকসভা নির্বাচনে ৬ লক্ষ ৮৫ হাজার ভোটে দিলীপদা জিতেছিলেন। এবারে আমায় ৬ লক্ষ ৭৫ হাজার ভোট পেয়েছি। খুব কম মার্জিনে হেরেছি। তবে কেন এমন রেজাল্ট হল সেটা পরবর্তীকালে পর্যালোচনা করে দেখতে হবে।

অন্যদিকে এই নির্বাচনে বঙ্গ বিজেপির ভরাডুবি নিয়ে অগ্নিমিত্রা বলেন, শুধু মাত্র লক্ষ্মীর ভাণ্ডারের কারণে আমরা হেরেছি এটা বলা ভুল হবে। হারের অন্য কারণ অবশ্যই আছে। দল সেটা পর্যালোচনা করে দেখবে। আগামী বিধানসভা নির্বাচনের জন্য সময় নেই। তার আগে এবারে কোন কোন জায়গায় ভুল ছিল সেগুলি বেছে নিয়ে শুধরে নিতে হবে এবং ২৬-এর নির্বাচনের জন্য এগোতে হবে।