Tourism . (Photo Credit: Facebook)

নয়াদিল্লি, ২৫ মে: করোনা (Coronavirus) সংক্রমণের জেরে ঘুরতে যাওয়া বন্ধ। ধুঁকছে পর্যটন শিল্প (Tour & Travel Agency)। ৪০ শতাংশ সংস্থার ভবিষ্যত পুরোপুরি অন্ধকার। শুধুমাত্র কর্মী ছাঁটাই নয়, পুরোপুরি সংস্থা বন্ধ করে দেওয়ারই পরিকল্পনা করছেন তাঁরা। কমবেশী ৩ থেকে ৬ মাস। এরপরই পুরোপুরি বন্ধ হয়ে যাবে দেশের ৪০ শতাংশ ট্রাভেল এবং ট্যুরিজম এজেন্সি। ৩৫.৭ শতাংশ এজেন্সি সীমিত সময়ের জন্য বন্ধ রাখা হবে। BOTT ট্রাভেল সেন্টিমেন্ট ট্র্যাকারের সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। আরও পড়ুন: Manoj Tiwari Violates Lockdown Rules: লকডাউনের নিয়ম উপেক্ষা করে ক্রিকেট ম্যাচ খেলতে হাজির দিল্লির বিজেপি নেতা মনোজ তিওয়ারি, গাইলেন 'রিঙ্কিয়াকে পাপা' 

ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট জ্যোতি মায়ালের কথায়, ট্যুর এবং ট্রাভেল ব্যবসা ধুঁকছে। যার জন্য ব্যপকহারে ছাঁটাই চলছে। বন্ধ বেতন। করোনাভাইরাসের জেরে পরিস্থিতি ভয়ঙ্কর আকার নিয়েছে। ৭৩ শতাংশ ট্রাভেল সংস্থাগুলির কর্মীদের বেতন কমানো হয়েছে। কোনও কোনও সংস্থা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। আবার কোনও সংস্থায় লোকসংখ্যা একদম কমিয়ে দিয়েছে। কোনও কোনও সংস্থায় চাকরি থাকলেও থাকছে না বেতন। সীমিত সময়ের জন্য কোনও কোনও সংস্থা বন্ধ হয়ে যাচ্ছে। কবে সেই সংস্থা আবার খুলবে। আদৌ খুলবে কিনা। কোনও নিশ্চয়তা নেই।