লখনউ: যোগীরাজ্যে জোর করে ধর্মান্তকরণ আটকাতে আইন রয়েছে। উত্তরপ্রদেশে সেই আইন অনুযায়ী বাইবেল (Holy Bible) বিতরণকে কখনও বেআইনিভাবে ধর্মান্তকরণের প্রচেষ্টা বলা যাবে না। এলাহবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চের বক্তব্য, বাইবেল বিতরণ এবং ভালো শিক্ষা দেওয়া কখনওই প্রলোভন দেখিয়ে ধর্মান্তকরণের সমান নয়। সেই সঙ্গে উচ্চ আদালত আরও বলেছে, কোনও অপরিচিত ব্যক্তি এই আইনের আওতাই এফআইআর দায়ের করতে পারে না। এছাড়া তপশিলি জাতি ও তপশিলি উপজাতির লোকজনকে ভুলিয়ে খ্রিস্টান ধর্মে ধর্মান্তকরণের অভিযোগে অভিযুক্ত দুই ব্যক্তিকে জামিন দিয়েছে আদালত। আরও পড়ুন : Sanatan Dharma Remark Row: সনাতন ধর্ম মন্তব্যের পর ৫ দিন কেটে গেলেও রাহুল মুখ খুললেন না কেন, প্রশ্ন গিরিরাজের
গত ২৪ জানুয়ারি আম্বেদকর নগর জেলায় বিজেপির কার্যকরতা অভিযোগ দায়ের করেছিল। তার ভিত্তিতে পুলিশ অভিযোগ দায়ের করে এবং দুই অভিযুক্ত হোসে পাপাচেন ও শিজা নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করে। তাদের জামিনের আবেদন খারিজের বিরুদ্ধে বিচারপতি শামিম আহমেদের বেঞ্চ আপিল করারও নির্দেশ জারি করেছে।
অভিযোগকারী বিজেপি নেতার অভিযোগ, ওই দুই জাতের লোকজনকে দুই অভিযুক্ত খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করছিল। আদালত সেই অভিযোগ খারিজ করে দিয়ে বলেছে, এই বিষয়ে যে আইন রয়েছে, সেই অনুযায়ী একমাত্র ভুক্তভোগীর পরিবার অভিযোগ দায়ের করতে পারে। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের দাবি, তারা নির্দোষ ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার শিকার হয়েছে।