ফলে দেশ বিদেশের ১৭৫টি সিনেমার মধ্যে থাকছে একাধিক ফরাসি সিনেমা। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, আমাদের ভাষা, গায়ের রং সবই আলাদা। কিন্তু সিনেমার জন্য সকলেই এক। এই সিনেমাকে অনেকেই জীবিকা করে নিয়েছেন। সকলেই সিনেমাকে ভালো ভালোভাবেন বলে এটাকে জীবিকা হিসেবে বেছে নিয়েছে। আমাদের এখানেও বলিউড, টলিউড ও অনান্য আঞ্চলিক সিনেমাগুলি মাঝেমধ্যে হলিউডকেও হার মানায়। কিন্তু আমাদের কাছে সেই লবি নেই। যার মাধ্যমে আমরা আন্তর্জাতিক স্তরে যেতে পারি না।

পাশাপাশি মমতা বলেন, "এবারে যে বিদেশে সিনেমাগুলি দেখানো হবে সেগুলির মধ্যে ফ্রান্সের ২১টি সিনেমা রয়েছে। যা কার্যত নজিরবিহীন বিষয়। তবে বিদেশী সিনেমার মাঝে আমাদের একাধিক বাংলা সিনেমাও দেখানো হবে। এতে আমাদের এখানকার ফিল্মমেকার, কলাকুশলীরাও গর্বিত বোধ করবে। এই উৎসবের মাধ্যমে হলিউড, বলিউড এবং টলিউডের মধ্যে একটা সেতুবন্ধন হচ্ছে। আমি আমাদের আন্তর্জাতিক বন্ধুদের কাছে অনুরোধ করব, বাংলা তথা ভারতীয়দের প্রতিভা উচ্চমানের। এখানেও ভালো অভিনেতা, কলাকুশলী রয়েছে। ফলে তাঁদেরও ব্যবহার করুন। আমাদের এখানে পাহাড়, জঙ্গল, নদী, বঙ্গোপসাগর সবই রয়েছে। ফলে সেগুলিও ব্যবহার করতে পারেন"।