শীতের আগমনের সাথে সাথে প্রতিবছরের মতো এই বছরেও চালু হয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival 2024)। এবারে এই উৎসব ৩০ তম বর্ষে পা দিল। এবারে এই অনুষ্ঠান ৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে, চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। এবারের ফোকাস কান্ট্রি ফ্রান্স। ফলে দেশ বিদেশের একাধিক কালজয়ী ছবির মধ্যে সংখ্যায় বেশি থাকবে ফ্রেঞ্চ সিনেমার। বাংলার মাটিতে বিশ্বের ছবি, এই থিমকে কেন্দ্র করেই ৩০ তম চলচ্চিত্র উৎসব সেজে উঠেছে নন্দন চত্বরে। এবারের চলচ্চিত্র উৎসবে ২০টি জায়গায় প্রদর্শিত হতে চলেছে ১৭৫টি সিনেমা।

যার মধ্যে নন্দন ১, ২ ও নন্দন ৩ তো থাকছেন। এছাড়া রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, রাধা স্টুডিও, রবীন্দ্র ওকাকুরা ভবন, নবীনা, মেনোকা, স্টার, মেনোকা, অজন্তা, গ্লোব সিনেমা, নজরুল তীর্থ, নিউ এম্পায়ার, আইনক্স (কোয়েস্ট মল), আইনক্স (মেট্রো), আইনক্স (সাউথ সিটি), পিভিআর (মানি স্কোয়ার)-এ প্রদর্শিত হবে সিনেমাগুলি। বুধবার চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও বর্ষীয়ান অভিনেতা তথা তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহাকে নিয়ে তিনি এদিন প্রদীপ জ্বালালেন।

এদিনের অনুষ্ঠানে ছিল চাঁদের হাঁট। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, দেব, যীশু সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী, মাধবী মুখোপাধ্যায়, দীপঙ্কর দে, দুলাল লাহিড়ী, রচনা চট্টোপাধ্যায়, শতাব্দী রায়,  জুন মালিয়া, সব্যসাচী চক্রবর্তী, দেবলীনা কুমার. সায়ন্তিকা বন্দ্যোপাধ্যাধ্যায়, অর্জুন চক্রবর্তী, তৃণা সাহা সহ আরও অনেকে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে খ্যাতনামা পরিচালক তপন সিনহার কালজয়ী সিনেমা গল্প হলেও সত্যি দেখানো হয়।