Malayalam Actor Aparna Nair Dies (Photo Credits: X)

তিরুবনন্তপুরম, ১ সেপ্টেম্বরঃ বাড়ি থেকে উদ্ধার হল মালায়লাম অভিনেত্রীর ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার সন্ধ্যায় ৩৩ বছরের অভিনেত্রী অপর্ণা নায়ের (Malayalam Actor Aparna Nair Dies) রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্বামী এবং দুই সন্তানের সঙ্গে তিরুবনন্তপুরমের কারামানার কাছে একটি বাসভবনে থাকতেন অভিনেত্রী।

বৃহস্পতিবার সন্ধেবেলা ঘর থেকে অপর্ণার ঝুলন্ত দেহ উদ্ধার করে পরিবার। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানিয়ে দেন। এরপর হাসপাতাল থেকে অভিনেত্রীর মৃত্যুর খবর দেওয়া হয় পুলিশে।

পুলিশ জানান, মালায়লাম অভিনেত্রী অপর্ণা নায়েরের মৃত্যু ঘিরে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করা হয়েছে। অভিনেত্রীর আত্মহত্যার পিছনে তাঁর পরিবারের মদত রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। তদন্ত চলছে।

বেশ কিছু মালায়লাম ছবি সহ অসংখ্য ধারাবাহিকে কাজ করেছেন অপর্ণা নায়ের (Malayalam Actor Aparna Nair)। অভিনেত্রীর আচমকা মৃত্যুতে শোকের ছায়া মালায়লাম ইন্ডাস্ট্রিতে।