Bigg Boss 18: স্ত্রী ধনশ্রী ভার্মার (Dhanashree Verma) সঙ্গে ডিভোর্সের গুঞ্জনের মধ্যেই ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) রিয়েলিটি শো বিগ বস ১৮-তে হাজির হতে চলেছেন। আইপিএল দল পঞ্জাব কিংসের (Punjab Kings) প্রমোশনে বলিউড মেগাস্টার সলমন খানের (Salman Khan) সঙ্গে মঞ্চ ভাগ করে নেবেন তিনি। ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল স্পিনার হওয়া সত্ত্বেও যুজবেন্দ্র চাহাল দীর্ঘদিন ধরে দলের বাইরে। এরই মাঝে তাঁর ডিভোর্সের খবর এসেছে, জানা গিয়েছে এই দম্পতি আপাতত কিছু সময়ের জন্য আলাদা বসবাস করছেন। ব্যক্তিগত জীবনের জল্পনার মধ্যে চাহাল আসন্ন উইকেন্ড কা ভার (Weekend Ka Vaar) পর্বে আসতে চলেছেন। টাইমস নাও নেটওয়ার্কের মতে, আগামী আইপিএলের জন্য প্রীতি জিন্টার দলের প্রতিনিধিত্ব করার জন্য এই লেগ স্পিনারের সাথে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এবং শশাঙ্ক সিং (Shashank Singh) যোগ দেবেন। আগামী ১১ এবং ১২ জানুয়ারির এই দুই পর্ব হতে চলেছে ক্রিকেট এবং বিনোদনের মিশ্রণ। Yuzvendra Chahal: ডিভোর্স গুঞ্জনের মাঝে ইনস্টা স্টোরি শেয়ার করে প্রতিক্রিয়া যুজবেন্দ্র চাহালের
বিগ বসে শ্রেয়স আইয়ার, যুজবেন্দ্র চাহাল
🚨 SHREYAS IYER, YUZI & SHASHANK IN BIG BOSS 18 🚨
- Shreyas Iyer, Yuzi Chahal & Shashank Singh will be seen in the Big Boss 18 show on Sunday. (TOI). pic.twitter.com/MqYDWPgNjX
— Tanuj Singh (@ImTanujSingh) January 8, 2025
কি চলছে এখন বিগ বসে?
বিগ বসের নিয়ম ভাঙার অভিযোগে চলতি সপ্তাহে রজত দালাল, শ্রুতিকা অর্জুন ও চাহাত পাণ্ডে নমিনেশনে রয়েছেন। গত সপ্তাহে সবচেয়ে কম ভোট পেয়ে আউট হয়েছেন কশিস কপুর। কশিস দিগ্বিজয় রাঠির পাশাপাশি ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসাবে শোতে প্রবেশ করেন। এখন শেষ দুই সপ্তাহে এই সিজনের বাকি প্রতিযোগীরা হলেন করণ বীর মেহরা, ভিভিয়ান ডিসেনা, অবিনাশ মিশ্রা, ঈশা সিং, রজত দালাল, শ্রুতিকা অর্জুন, চাহাত পান্ডে, চুম দারাং এবং শিল্পা শিরোদকর। ভক্তরা বিগ বস ১৮ এর বিজয়ী কে হবে তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। করণ, ভিভিয়ান, রজত এবং অবিনাশ এই মরসুমের শীর্ষ দাবিদার বলে মনে হচ্ছে।
পঞ্জাব কিংসে শ্রেয়স আইয়ার, যুজবেন্দ্র চাহাল
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পঞ্জাব কিংসের হয়ে খেলবেন শ্রেয়স আইয়ার ও যুজবেন্দ্র চাহাল। পঞ্জাব কিংস আইয়ারকে ২৬.৭৫ কোটি টাকায় কিনেছে, যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দাম। পঞ্জাব কিংসের কোচ রিকি পন্টিং বলেছেন, আইয়ার দলের জন্য দারুণ নেতা হবেন। তিনি শেষবার কেকেআরের অধিনায়কত্ব করেন এবং দলের শিরোপা জয়ে বড় ভূমিকা পালন করেন। অন্যদিকে, আইপিএলে স্পিনারের রেকর্ড ভেঙে ১৮ কোটি টাকায় চাহালকে কিনেছে পঞ্জাব কিংস। চাহাল একজন লেগ স্পিনার হিসেবে সেরা এবং আইপিএলের ইতিহাসে প্রথম বোলার যিনি ২০০ উইকেট নিয়েছেন।