প্রেমের সম্পর্ক ভেঙে যেতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অতরঙ্গ মুহূর্তের একাধিক ছবি। যার ফলে অপমানে আত্মঘাতী হলেন দশম শ্রেণীর এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের (Swarupnagar) চারঘাট এলাকায়। অভিযোগের তীর স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। যদিও তাঁকে এখনও গ্রেফতার করা হয়েছে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে গোটা ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে বসিরহাট পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
আত্মঘাতী হওয়ার কারণ
পরিবারের অভিযোগ, স্থানীয় এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল মেয়েটির। সম্প্রতি সেই সম্পর্কের বিচ্ছেদ ঘটে। তারপরেই নাকি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকে ওই যুবক। এমনকী কয়েকটি ছবি আপলোডও করে দেয়। আর তারপরেই মানসিক অবসাদে ভুগতে থাকেন নাবালিকা। বুধবার রাতে অন্যদিনের মতোই সকলের সঙ্গে কথাবার্তা বলছিল। এমনকী রাতে খাওয়াদাওয়া সেরে ঘুমতেও যায়।
সকালে মেয়ের নিথর দেহ উদ্ধার
পরিবারের দাবি, বৃহস্পতিবার সকালে তাঁকে ডাকা হয়, তখন সে সাড়া দেয় না। বেলা গড়ালেও বাড়ির মেয়ে ঘুম থেকে না ওঠায় সন্দেহ হয় পরিবারের। ঘরে গিয়ে দেখে আত্মহত্যা করেছেন তাঁদের মেয়ে। এরপর শেষ চেষ্টার জন্য দেহ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।