Sanjay Roy (Photo Credit: X)

আরজি কর (RG Kar Medical College and Hospital) ধর্ষণকাণ্ডের ৫ মাস পার। বৃহস্পতিবারেই শিয়ালদহ আদালতে শেষ হল বিচারপ্রক্রিয়া। আগামী ১৮ জানুয়ারি এই মামলার রায়দান করবে আদালত। অভিযুক্ত সঞ্জয় রায়ের আদৌ মৃত্যুদণ্ড হবে নাকি তা জানা যাবে আজ থেকে ৯দিন পরে। ১৮ জানুয়ারি দুপুর আড়াইটে নাগাদ রায় দেবেন আদালতের বিচারপতি। আর সঞ্জয়কে কী সাজা শোনায়, সেইদিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী। যদিও আদালতে সঞ্জয়ের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছে সিবিআই। তবে এর বিরোধীতা করে অভিযুক্তের আইনজীবীর দাবি, সঞ্জয়কে ফাঁসানো হয়েছে। সে অভিযুক্তই নন।

আরজি কর মামলার বিচারপ্রক্রিয়া

গত ১১ নভেম্বর আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার বিচারপ্রক্রিয়া শুরু হয়েছিল। তারপর অনেক জল গড়িয়েছে। এরমধ্যে এই ঘটনায় আরজি কর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসিকে এই ঘটনায় গ্রেফতার করা হয়। পরবর্তীকালে প্রমাণের অভাবে তাঁরা ছাড়াও পেয়ে যান। তবে সঞ্জয়ের বিরুদ্ধে যে প্রমাণগুলি রয়েছে, তাতে আরও চাপে পড়ে যান তিনি। এরমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করে আদালতে পেশ করে সিবিআই।

সিবিআইয়ের তদন্ত

প্রসঙ্গত, গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের সেমিনার রুম থেকে সকালবেলা উদ্ধার হয় এক মহিলা জুনিয়র চিকিৎসকের রক্তাক্ত দেহ। তারপর থেকেই আন্দোলনের আঁচে উত্তপ্ত হয় গোটা রাজ্য। এমনকী এর প্রতিবাদ দেশজুড়েও হয়। প্রাথমিকভাবে এই মামলার তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশে তদন্তভার দেওয়া হয় সিবিআইকে।