দিল্লি, ৯ জানুয়ারি: রতন টাটার মৃত্য়ুর পর এবার টাটা গ্রুপের বোর্ডে লিয়েহ টাটা ( Leah Tata) এবং মায়া টাটাকে (Maya Tata) নিয়ে আসা হয়। রতন টাটার (Ratan Tata) ভাই নোয়েল টাটার (Noel Tata) দুই কন্যাকে বোর্ডে নিয়োগ করা হয়। তারপর থেকে অভ্যন্তরীণ বিবাদ শুরু হয়েছে বলে খবর। ৩৯-এর লিয়েহ টাটা এবং বছর ৩৬-এর মায়া টাটা গ্রুপের বোর্ডে এসেছেন। বাবা নোয়েল টাটার সঙ্গেই তাঁর দুই কন্যা যোগ দেন ব্যবসায়।
কে এই লিয়েহ টাটা এবং মায়া টাটা?
৩৯ বছরের লিয়েহ টাটা দ্য ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট। ২০০৬ সালে অ্যাসিট্যান্ট সেলস ম্যানেজার হিসেবে তাজ হোটেলে যোগ দেন লিয়েহ টাটা। এরপর কিছুদিন আন্তর্জাতিক মুখ লুই ভিত্তো-তেও কাজ করেন লিয়েহ টাটা। টাটা গ্রুপের হসপিটালিটি সেক্টর কার্যত নিজেই দেখেন লিয়েহ টাটা।
এদিকে ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন মায়া টাটা। টাটা ডিজিটালের মুখ তিনি। টাটা নিউ অ্যাপ থেকে টাটার প্রায় সমস্তডিজিটাল কর্মকাণ্ড সামলান মায়া টাটা।
রতন টাটার মৃত্যুর পর স্যার রতন টাটার ট্রাস্ট ট্রাস্টিতে যোগ দেন লিয়েহ এবং মায়া টাটা। আরনাজ কোটওয়াল এবং ফ্রেডি টালাটির জায়গায় নোয়েল টাটার দুই কন্যা কর্মভার সামলানোর কাজ শুরু করেন। এরপর কোটওয়াল একটি সংবাদপত্রে মুখ খোলেন। সেখানেই লিয়েহ এবং মায়া টাটার কর্মকাণ্ড নিয়ে কটাক্ষ করেন কোটওয়াল। যা নিয়ে ইতিমধ্যই জোর চর্চা শুরু হয়েছে।