প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল থেকেই নৈহাটির বড়মার মন্দিরের (Boro Ma Mandir) সামনে ভক্তদের ভিড় ছিল। আচমকাই সেই এলাকা ঘিরে ফেলল পুলিশ বাহিনী। তারপর এক মহিলাকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করে তারপর তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আকষ্মিক এই ঘটনা দেখে ভিড়ে দাঁড়িয়ে থাকা অনেকেরই কৌতুহল হয়। শেষমেশ জানা যায় ওই মহিলার পরিচয়। ধৃত মহিলা আদতে একজন বাংলাদেশি। মৌলবাদীদের হাত থেকে বাঁচতে দুই সন্তানকে নিয়ে চোরাপথে বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছেন। বুধবার রাতেই বিষয়টি নৈহাটি বড়মার মন্দির কর্তৃপক্ষ ও কমিটির সদস্যদের নজরে পড়ে। তারপরে তাঁরাই থানায় খবর দেয়।
অনুপ্রবেশকারীর পরিচয়
ধৃত মহিলার নাম শোভা মল্লিক, বাংলাদেশের বরিশালের বাসিন্দা। তাঁর একটি পুত্র সন্তান ও কন্যা সন্তান রয়েছে। সম্প্রতি বাংলাদেশ থেকে কোনও বৈধ নথিপত্র ছাড়াই ভারতে এসেছেন। আর তারপরেই বুধবার রাতে নৈহাটির বড়মার মন্দিরের সামনে চলে এসেছেন তাঁরা। গতকাল রাতে যখন কমিটির সদস্যদের কাছে গোটা বিষয়টি জানান, তখন তাঁরাই ওই মহিলা ও শিশুদের জন্য শীতবস্ত্র প্রদান করে এবং খাবারেরও ব্যবস্থা করে দেয়। এরপর তাঁরাই পুলিশে খবর দেয়।
অনুপ্রবেশকারী মহিলার আসল উদ্দেশ্য
এদিন অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে ১৪ ফরেন অ্যাক্ট ধারায় মামলায় রুজু করে বারাকপুর আদালতে পেশ করা হয়। যদিও নিতান্তই প্রাণের ভয় বাংলাদেশ ছেড়ে এসেছেন নাকি ওই মহিলার কোনও গোপন অভিসন্ধি রয়েছে, এবং তাঁর সঙ্গে আরও কেউ রয়েছেন কিনা, সেটা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এমনকী শোভা মল্লিকই তাঁর আসল পরিচয় কিনা, সেটাও জানার চেষ্টা করছে পুলিশ। গোটা ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।