সোনালী বেন্দ্রে, বিবেক ওবেরয়, দিয়া মির্জা (Photo Credits: Instagram)

মুম্বই, ২ সেপ্টেম্বর: Celebrities are sharing photos with their Ganpati: আজ গণেশ চতুর্থী। এই গণেশ চতুর্থীর শুভদিনে মহারাষ্ট্রের মুম্বইয়ে বি- টাউন তারকারা মেতেছেন গণেশ পুজোয়। সোশ্যাল মিডিয়ায় তাঁরা শেয়ার করেছেন নিজেদের বাড়ির গণপতি বাপ্পার ছবি। সকলকে জানিয়েছেন গণেশ পুজোর শুভেচ্ছাও। বলিউডে সঞ্জয় দত্ত, সলমন খান, অজয় দেবগন, অমিতাভ বচ্চনের পুজোর ব্যাপারে কারও অজানা নেই। লাডডু, মোদক বানিয়েও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, কেউ আবার ইকো ফ্রেন্ডলি গণেশের সঙ্গে করেছেন এই বলি সেলেবরা। অনিল কাপুর, অজয় দেবগন, অক্ষয় কুমার সবাই দেশবাসীকে জানিয়েছেন গনেশ উৎসবের প্রীতি ও শুভেচ্ছা।

আজ ইনস্টাগ্রাম ও টুইটারে কাদের দেখা গেল বাপ্পার সঙ্গে ছবি পোস্ট করতে? চলুন দেখে নেওয়া যাক একবার-

সোনালী বেন্দ্রের ছবি

 

View this post on Instagram

 

Ganesh Chaturthi is one of my favourite festivals and I really missed celebrating it at home last year... Was part of the Aarti via FaceTime! I'm so glad to be back this year, healthier and stronger, celebrating with my family. I truly believe if there’s faith, it reflects more on the inside...in the dialogue between you and your God... so don't lose that essence. Once again, we’ve taken the route of bringing an eco-friendly Ganesha & we’ll also immerse the Lord in our home 🙏🏻 May this Ganesh Chaturthi bring health, happiness and new beginnings to everyone, and may we all have the strength to overcome the obstacles that come our way. सर्वांना गणेश चतुर्थीच्या शुभेच्छा. 😄 गणपती बाप्पा मोरया

A post shared by Sonali Bendre (@iamsonalibendre) on

 

ইকো ফ্রেন্ডলি গণপতি বাপ্পা সঙ্গে নিয়ে দিয়া মির্জা

 

View this post on Instagram

 

Ganpati Bappa Morya! Traditionally we made clay idols and then immersed them in water to denote the Birth Cycle of Lord Ganesha/Ganpati who was created from Clay/Earth. Visarjan in its own way talks about nature's life cycle and while it should be one of the most Eco friendly events in India, it has become something else all together. Clay Handmade Idols have been replaced with Plaster of Paris and Plastic. Natural brown colour of clay is replaced by toxic paints to make idols shiny and sparkly. Size plays a big role on asserting importance or power of the celebration. “Mine is bigger than yours syndrome!” And then there are those awful unnatural plastic/thermocole decorations! All this is immersed in our seas/rivers/ponds/lakes without caring about the consequences. The consequences are dangerous, a complete contamination of our waters, soil and food chain. Surely Ganpati Bappa would never want to be responsible for harming that what he was born from? This Ganpati Visarjan, take this as an opportunity to understand the meaning of a birth cycle, go minimal, natural and sustainable 💚🙏🏻 #BeatPlasticPollution #SayNoToSingleUsePlastic #GreenGanesha #EcoCelebrations #EarthFriendlyFestivals #GanpatiBappaMorya @earthlingfirst @greenmomsindia @moefccgoi @narendramodi @unenvironment @undpinindia @treeganesha @bigfmindia @bigfmrani

A post shared by Dia Mirza (@diamirzaofficial) on

 

সঞ্জয় দত্তের বাড়ির পুজোয় তাঁর ছেলে শাহরান

 

View this post on Instagram

 

Sanjay dutt's son bringing bappa at their residence #today #mumbai #yogenshah @yogenshah_s #bollywood #Entertainment #paparazzi

A post shared by yogen shah (@yogenshah_s) on

 

বিবেক ওবেরয়ের পুজো, ইকো ফ্রেন্ডলি গণেশের সঙ্গে

 

সলমান খানের পুজোয় বোন অর্পিতা খান

 

একতা কাপুর ও তার পরিবার

 

গণেশ চতুর্থীর আরাধনায় মেতেছে মুম্বই শহরসহ গোটাদেশ। প্রতিবার বলিউড তারকাদের গণেশপুজোয় ফ্যানেরা অপেক্ষায় থাকে। গোটা ন' দিন ধরে চলবে এই উৎসব। এই ন' দিন নজরে থাকবে এই বলি তারকারাও।