মুম্বই, ২ সেপ্টেম্বর: Celebrities are sharing photos with their Ganpati: আজ গণেশ চতুর্থী। এই গণেশ চতুর্থীর শুভদিনে মহারাষ্ট্রের মুম্বইয়ে বি- টাউন তারকারা মেতেছেন গণেশ পুজোয়। সোশ্যাল মিডিয়ায় তাঁরা শেয়ার করেছেন নিজেদের বাড়ির গণপতি বাপ্পার ছবি। সকলকে জানিয়েছেন গণেশ পুজোর শুভেচ্ছাও। বলিউডে সঞ্জয় দত্ত, সলমন খান, অজয় দেবগন, অমিতাভ বচ্চনের পুজোর ব্যাপারে কারও অজানা নেই। লাডডু, মোদক বানিয়েও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, কেউ আবার ইকো ফ্রেন্ডলি গণেশের সঙ্গে করেছেন এই বলি সেলেবরা। অনিল কাপুর, অজয় দেবগন, অক্ষয় কুমার সবাই দেশবাসীকে জানিয়েছেন গনেশ উৎসবের প্রীতি ও শুভেচ্ছা।
আজ ইনস্টাগ্রাম ও টুইটারে কাদের দেখা গেল বাপ্পার সঙ্গে ছবি পোস্ট করতে? চলুন দেখে নেওয়া যাক একবার-
সোনালী বেন্দ্রের ছবি
ইকো ফ্রেন্ডলি গণপতি বাপ্পা সঙ্গে নিয়ে দিয়া মির্জা
সঞ্জয় দত্তের বাড়ির পুজোয় তাঁর ছেলে শাহরান
বিবেক ওবেরয়ের পুজো, ইকো ফ্রেন্ডলি গণেশের সঙ্গে
My favourite time of the year! Welcoming Ganpati Bappa home! May Bappa shower his blessings on each one of us. Wish you all a very happy & eco friendly #GaneshChaturthi!
Let’s all do our bit for protecting our environment. Go green and say no to plastic!
Ganpati Bappa Morya🙏 pic.twitter.com/mR2S0db0Q4
— Vivek Anand Oberoi (@vivekoberoi) September 2, 2019
সলমান খানের পুজোয় বোন অর্পিতা খান
একতা কাপুর ও তার পরিবার
গণেশ চতুর্থীর আরাধনায় মেতেছে মুম্বই শহরসহ গোটাদেশ। প্রতিবার বলিউড তারকাদের গণেশপুজোয় ফ্যানেরা অপেক্ষায় থাকে। গোটা ন' দিন ধরে চলবে এই উৎসব। এই ন' দিন নজরে থাকবে এই বলি তারকারাও।