মুম্বই, ২৪ জানুয়ারিঃ মুক্তি পেয়েছে 'স্কাই ফোর্স'। অক্ষয় কুমার (Akshay Kumar), বীর পাহাড়িয়া (Veer Pahariya), সারা আলি খান (Sara Ali Khan) এবং নিমরত কৌর (Nimrat Kaur) অভিনীত 'স্কাই ফোর্স' আজ শুক্রবার বড় পর্দায় মুক্তি পেয়েছে। ইতিমধ্যেই ছবির ট্রেলার এবং গানগুলি বেশ আলোড়ন তুলেছে দর্শকমহলে। পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও ছবিটি ইতিবাচক পর্যালোচনা পেয়েছে।
সকাল থেকে অক্ষয় অনুরাগীরা ছবির প্রশংসায় সোশ্যাল মিডিয়া ভরিয়ে তুলেছেন। যদিও অক্ষয় কুমারের 'স্কাই ফোর্স' (Sky Force) ঘিরে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে। কেউ ছবির ভিএফএক্সের নিন্দা করেছেন তো আবার কেউ ছবির গল্পের। কেউ আবার বলেছেন, এটি একটি উন্নতমানের সিনেমা। প্রতিটি ভারতীয়ের এই ছবিটি দেখা উচিৎ। আর এক নেটিজেনকে বলতে দেখা গিয়েছে, ছবির প্রেক্ষাপট, অ্যাকশন দৃশ্য, আবেগময় মুহূর্তের অভিনয় সমস্ত কিছুই ছিল বেশ দুর্বল।
'স্কাই ফোর্স' এক্স রিভিউঃ
কেউ বলছে জঘন্যঃ
#SkyForceOn24thJan #SkyForceReview
- Technically, it’s a terrible movie.
- Story-wise, it’s an average movie with a good first half and an overstretched second half.
- Sound-wise, it’s a superior movie.
I am surprised why it’s free. It’s actually good.
⭐️ ⭐️ ⭐️ 1/3 https://t.co/Bckqf3upx6 pic.twitter.com/hgLW7cIPG6
— Parth Chaturvedi (@ParthChturvedi) January 24, 2025
কেউ বলছে এককথায় অসাধারণঃ
Absolutely Stunning in Visuals, story, acts, patriotism, goosebumps and in term of Music!
Whole movies works as a department, this time not only akki in charge, but every one done their job fantastic, #AkshayKumar𓃵 pic.twitter.com/aRiUjavyTW
— Be with B (@The_BewithB) January 24, 2025
সকল ভারতীয়ের এই ছবি দেখা উচিৎ, মত এক নেটিজেনেরঃ
#SkyForce is a must watch film for every Indian 👌
A very well made film that has everything done right ✅️ @akshaykumar in Uniform is a treat to watch always and rest of starcast has done great job . The Cinematography, VFX quality and Direction is Top Notch.#SkyForceReview
— Bhushan Khiladi (@Bhushanadhau1) January 24, 2025
দুর্বল ছবির প্রেক্ষাপটঃ
#Skyforce had potential but fails miserably with a weak plot, flat characters, and uninspiring performances. The action sequences are chaotic, and the CGI is underwhelming. Even the emotional moments feel forced and unearned. #SkyForceReview pic.twitter.com/lrH2CzFKaN
— KABIR (@iAshuHr) January 24, 2025