Kartik Aaryan (Photo Credits: Instagram)

মুম্বই, ৩১ অক্টোবরঃ আগামী ৭ এবং ১৭ নভেম্বর দু দফায় মধ্যপ্রদেশে (Madhya Pradesh) বিধানসভা নির্বাচন। ভোটমুখী রাজ্যে জোরকদমে প্রচারে নেমেছে কংগ্রেস (Congress)। ভোটের আগে আচমকাই সোশ্যাল মিডিয়াজুড়ে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। যাতে বলি অভিনেতা কার্তিক আরিয়ানকে (Kartik Aaryan) মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে বিজ্ঞাপন প্রচারের মুখ হিসাবে দেখা যাচ্ছে। ঝড়ের গতিতে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে সর্বত্র। ভোটারদের মন জয় করতে 'ভুল ভুলাইয়া ২' অভিনেতার হাত ধরেছে হাত শিবির? ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে এবার মুখ খুললেন কার্তিক (Kartik Aaryan)। জানালেন এই বিজ্ঞাপন ভিডিয়োটি সম্পূর্ণ ভুয়ো।

মধ্যপ্রদেশে কংগ্রেসের নির্বাচনী প্রতিশ্রুতিতে ভরা এই বিজ্ঞাপনে মুখ হিসাবে দেখা গিয়েছে কার্তিক আরিয়ানকে (Kartik Aaryan Campaigning For Congress)। সেই বিজ্ঞাপনের মধ্যে দিয়ে কৃষকদের ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মকুব, ২ লক্ষ সরকারী চাকরি, মহিলাদের প্রতি মাসে ১৫০০ টাকা ভাতা, ৫০০ টাকায় গ্যাস, বয়স্ক-আদিবাসীদের জন্য বিশেষ সুবিধার কথা প্রচার করেছে কংগ্রেস। এবার সেই ভিডিয়োর সত্যতা প্রকাশ করলেন স্বয়ং অভিনেতা। একটি ওটিটি মাধ্যমের বিজ্ঞাপনকে বিকৃত করে ভোটমুখী রাজ্যে প্রচারের স্বার্থে তা ব্যবহার করা হয়েছে।

ভুয়ো ভিডিয়োটি যে হারে চারিদিকে ছড়িয়ে পড়েছিল, সত্যতা প্রকাশ না করে পারলেন না অভিনেতা। কংগ্রেসের হয়ে মধ্যপ্রদেশে প্রচারে নেমেছেন কার্তিক, ভুয়ো ভিডিয়োর মত এই ভুয়ো সংবাদও রটে যায়। তাই ওটিটি মাধ্যমের জন্যে শুট করা আসল বিজ্ঞাপনটি শেয়ার করে 'শেহজাদা' অভিনেতা লেখেন, 'এটা হল আসল বিজ্ঞাপন। বাকি সব ভুয়ো'।

দেখুন... 

অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে তা বিকৃত। ভিডিওটি বিভ্রান্তিকর এবং রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যে ব্যবহার করা হয়েছে। কোনো রাজনৈতিক দলের সঙ্গে কার্তিকের কোন যোগাযোগ নেই।