Afghanistan Blast (Photo Credit: Twitter)

ফের বিস্ফোরণ কাবুলে। এবার কাবুল ক্রিকেট বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়াল। একটি ক্রিকেট লিগ চলার সময় আচমকা বিস্ফোরণ হয় কাবুলের ওই  স্টেডিয়ামে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ক্রিকেটাররা বাঙ্কারে গিয়ে আশ্রয় নেন। ফলে ক্রিকেটারদের কারও চোট, আঘাত লাগেনি বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। প্রসঙ্গত বিস্ফোরণের সময় কাবুলের ওই স্টেডিয়ামে রাষ্ট্রসংঘের বেশ কয়েকজন প্রতিনিধিও হাজির ছিলেন।

 

বিস্ফোরণের পরপর আতঙ্কে কেঁপে ওঠেন সেখানে হাজির প্রত্যেকে।