দিল্লি, ২৮ মার্চ: 'খাটের নীচে রাক্ষস।' গুটি গুটি পায়ে আয়ার কাছে গিয়ে এমনই কতগুলি শব্দ আওড়াতে শুরু করে এক শিশু (Child)। যা শুনে ছোট্ট শিশুর আয়া সেখানে যান এবং উঁকি দিয়ে দেখেন আদতে বিষয়টি কী। খাটের নীচে চোখ যেতেই কার্যত ভয়ে সিঁটিয়ে যান ওই মহিলা। তিনি দেখতে পান, বন্ধ ঘরে খাটের নীচে লুকিয়ে রয়েছে এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে আয়া ওই ব্যক্তিকে বাইরে বেরনোর কথা বলেন। তবে লুকিয়ে থাকা ব্যক্তি সোজাসুজি বাইরে না এসে, ওই মহিলার সঙ্গে হাতাহাতি শুরু করে দেয়। শুনতে অবাক লাগলেও, মার্কিন যুক্তরাষ্ট্রের (US) কানসাসে (Kansas) এমনই একটি ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
যেখানে এক ব্যক্তি শিশুকে ভয় দেখাতে খাটের নীচে লুকিয়ে থাকে এক অপরাধী। খাটের নীচ থেকে ওই ব্যক্তিকে বের করে আনতেই ওই শিশুর আয়ার সঙ্গে সে মারপিট জুড়ে দেয়। দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে হাতাহাতির পর অবশেষে ওই ব্যক্তিকে আটক করা হয় বলে খবর।
কেন একটি বাড়িতে ঢুকে শিশুকে ভয় দেখানো হয়েছে, তা নিয়ে গ্রেফতারির পর আদালতের তরফে তোলা হয় প্রশ্ন। ফলে বন্ড দিয়ে মুক্তি পাওয়ার যে আশা ছিল, তা কার্যত খারিজ হয়ে যায় এই ঘটনার জেরে। প্রসঙ্গত অপরাধপ্রবণতা থেকেই ওই ব্যক্ত কানসাসের একটি বাড়িতে ঢুকে পড়ে এবং একটি শিশুকে ভয় দেখানো শুরু করে বলে খবর।