গুগল (Photo Credits: Google)

সান ফ্রান্সিস্কো, ২৬ সেপ্টেম্বর: নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে (US) প্রেসিডেন্ট নির্বাচন (Presidential Election)। নির্বাচনের আগে রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার না করার ঘোষণা করে গুগল (Google)। অর্থাৎ তাদের প্ল্যাটফর্মে শক্ত হাতে রাজনৈতিক বিজ্ঞাপন রুখবে গুগল। গুগলের বিজ্ঞাপনী সংস্থা অ্যাক্সিওজ শুক্রবার ই-মেল করে জানায়, শুধুমাত্র প্রেসিডেন্ট নির্বাচনে নয়, যে কোনও রাজ্য অথবা আঞ্চলিক নির্বাচনের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য হবে।

ই-মেলে আরও জানানো হয়েছে, এই নীতি গুগলের সমস্ত প্ল্যাটফর্মেই প্রযোজ্য হবে যেখানে বিজ্ঞাপন দেখানো হয়। যেমন ইউটিউব, গুগল অ্যাড, ডিভি৩৬০, অ্যাড এক্স-এদের সকলের ওপরই নির্বাচনের আগে সম্বন্ধীয় কোনও বিজ্ঞাপন দেখানোর নিষেধাজ্ঞা রয়েছে। গুগলের এক মুখপাত্র জানিয়েছেন, এই নীতি এক সপ্তাহ বা তার বেশি সময় ধরে জারি থাকতে পারে। তাই নির্বাচনী বিজ্ঞাপনগুলি আটকাতে রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে এই মাধ্যমগুলোকে। কোনও ভুল, ভুয়ো খবর যাতে ছড়িয়ে না পড়ে সেদিকেও নজরদারি করবে গুগল। তাই এই কয়েকদিন বিজ্ঞাপনের প্রক্রিয়া চালাতে বিলম্ব হতে পারে। আরও পড়ুন, '৭০ বছরে পাকিস্তানের একমাত্র গৌরব সন্ত্রাসবাদ', রাষ্ট্রসংঘে ইমরান খানকে জবাব ভারতের

গুগল জানিয়েছে যেকোনও বিজ্ঞাপন রিভিউ করার জন্য ৪৮ ঘণ্টা সময় লেগে যাবে। শুধু গুগলই নয় ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গও জানিয়ে দিয়েছে, ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের আগের এক সপ্তাহ থেকে আর কোনও বিজ্ঞাপন দেখানো হবে না। টুইটার ও পিন্টারেস্ট আগেই তাদের প্লাটফর্মে রাজনৈতিক বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিয়েছে।