Ranjana Nachiyar. (Photo Credits:X)

চেন্নাই, ২৫ ফেব্রুয়ারি: জোর করে তামিলনাড়ুতে হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ করে রণংদেহি মেজাজে এমকে স্ট্যালিনের সরকার। জাতীয় শিক্ষা নীতির অধীনে তামিলাড়ুর পাঠক্রমে তৃতীয় ভাষা হিসেবে হিন্দি পড়ানোর বিরোধিতা করে মুখ্যমন্ত্রী স্ট্যালিনের মুখে ভাষা যুদ্ধের কথাও। এই ইস্যুতে বিজেপি ছাড়লেন বিজেপির নেত্রী-অভিনেত্রী রঞ্জনা নাছিয়ার।

রঞ্জনার বিস্ফোরক অভিযোগ

পদ্ম শিবির ছাড়ার কারণ হিসেবে রঞ্জনা বললেন,"আমি আমার সন্তানদের কথা ভেবে বিজেপি ছাড়লাম। এমনিতেই ওরা তামিল ভাষাটাকে পুরোপুরি বুঝে উঠতে পারছে না। এমন সময় আরও একটা ভাষা না পরিয়ে, তামিলেই জোর দেওয়া হোক। এবার যেভাবে পাঠক্রমে হিন্দি ভাষাকে জোর করে তামিলনাডু়তে চাাপনোর চেষ্টা হচ্ছে সেটা ওদের ওপর বোঝা হয়ে যাবে। ইংরেজি ভাষা আমাদের এখানে পড়ানো হচ্ছে। এটা নিয়ে আমরা গোটা বিশ্বে যেতে পারি। আমি তামিলের পাশে দাঁড়িয়ে গর্বিত।"

দেখুন বিজেপি ছাড়া নিয়ে কী বললেন অভিনেত্রী রঞ্জনা

 

তামিল ভাষার পাশে থাকার আবেদন

সঙ্গে বিজেপি থেকে পদত্যাগ করা অভিনেত্রী রঞ্জনা রাজ্যবাসীকে এই ইস্যুতে তামিল ভাষার পাশে দাঁড়ানোর আবেদন জানিয়ে বলেন, এখন এই বিষয়ে চুপ থাকলে আমাদের ভবিষ্যত প্রজন্ম ভুগবে।"