Affan (Photo Credit: IANS)

নয়াদিল্লি: কেরলের এক হৃদয়বিদারক ঘটনা প্রকাশ্যে এসেছে। তিরুবনন্তপুরমে এক যুবক তার বান্ধবী সহ পরিবারের পাঁচ সদস্যকে হত্যা করেছে। হামলায় যুবকের মা গুরুতর আহত হয়েছেন। হত্যার কারণ এখনও জানা যায়নি। অভিযুক্ত যুবক বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টাও করে।

পুলিশ জানিয়েছে, ২৩ বছর বয়সী অভিযুক্ত আফান তার ঠাকুমা, বাবার ভাই, বাবার ভাইয়ের স্ত্রী, তার ১৪ বছর বয়সী ভাই এবং বান্ধবীকে হত্যা করেছে। হামলায় যুবকের মা গুরুতর আহত হয়েছেন, তাঁকে তিরুবনন্তপুরম মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে, তাঁর অবস্থা গুরুতর। অভিযুক্ত তিরুবনন্তপুরমের ভেঞ্জারামোড্ডু থানায় আত্মসমর্পণ করে এবং খুনের কথা স্বীকার করেছে। অভিযুক্ত জানিয়েছে সে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টাও করেছিল, কিন্তু হাসপাতালে ভর্তি করায় তাঁর জীবন রক্ষা পেয়েছে। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।