Shehbaz Sharif (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২৫ ফেব্রুয়ারি: 'ভারতকে (India) একদিন পিছনে ফেলে দেব। দিন, রাত পরিশ্রম করে একদিন হিন্দুস্থানকে পিছনে ফেলে দেব। আল্লাহ সব সময় পাকিস্তানকে আশীর্বাদ করে এসেছেন। তাই আল্লাহর আশীর্বাদে একদিন নিশ্চয়ই হিন্দুস্থানকে পিছন ফেলে দেবে পাকিস্তান।' এবার একটি জনসভা থেকে এমনই বক্তব্য শোনা যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের গলায়। পাক প্রধানমন্ত্রী আরও বলেন, দিন, রাত পরিশ্রম করে পাকিস্তান যদি একদিন 'হিন্দুস্থানকে পিছনে ফেলে দিতে না পারে, তাহলে যেন তাঁর নাম বদলে দেওয়া হয়।' পাক প্রধানমন্ত্রীর সরগরম করা ববক্তব্যের জেরে সেখান হাজির প্রত্যেকে উৎফুল্ল হয়ে ওঠেন।

প্রসঙ্গত শেহবাজ শরিফ (Shehbaz Sharif) সরকার পাকিস্তানে (Pakistan) ক্ষমতায় আসার পর থেকে ভারতের প্রতিবেশী দেশের দুর্দিন আরও বাড়তে শুরু করে। কখনও গমের জন্য লম্বা লাইন দিতে দেখা যায় সে দেশের মানুষক। আবার কখনও আটা নিয়ে কাড়াকাড়ি।

এমনকী পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান সে দেশের কোষাগার থেকে মূল্যবান সামগ্রী বিক্রি করেছেন বলেও খবর উঠে আসে। যা নিয়ে গত বছর সরগরম হয়ে ওঠে গোটা পাকিস্তান। ইমরান সরকারের পতনের পর পাকিস্তানে ক্ষমতা দখল করেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শেহবাজ। প্রধানমন্ত্রী পদে বসার পরও পাকিস্তানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসেনি। ফলে সে দেশের সাধারণ মানুষের জীবন ক্রমাগত দুর্বিসহ হয়ে উঠতে শুরু করেছে।

শুুনুন কী বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী...

 

এসবের মাঝেই এবার জনসভা থেকে ভারতের নাম নিয়ে পাকিস্তান একদিন হিন্দুস্থানকে 'পিছনে ফেলে দেবে' বলে মন্তব্য করেন শেহবাজ শরিফ। শেহবাজ শরিফের ওই বক্তব্য প্রকাশ্যে আসতেই পাকিস্তানের প্রধানমন্ত্রীকে জোরদার কটাক্ষের মুখে পড়তে হয়।