Google laying off undisclosed number of employees: খরচ বাঁচাতে রাতারাতি ভারত সহ বিভিন্ন দেশের অসংখ্য কর্মীকে ছাঁটাই করল গুগল

চলতি বছরের জানুয়ারি মাসে কর্মী ছাঁটাইয়ের পর ফের এপ্রিলেও একই ছবি দেখা দিল গুগল। জানা যাচ্ছে, এপ্রিলের শুরুতেই গুগলের (Google) পেরেন্ট কোম্পানী অ্যালফাবেট বিশ্বব্যাপী অসংখ্য কর্মী ছাঁটাই করেছে। এবং আগামীদিনেও আরও লেঅফ হতে পারে বলে আগাম জানিয়ে দিয়েছেন গুগলের সিইও সুন্দর পিচাই।

সূত্রের খবর, এবারে কতজন কর্মীকে ছাঁটাই করা হয়েছে তা এখনও প্রকাশ্যে আনছে না সংস্থার কর্তৃপক্ষ। তবে ভারত, শিকাগো, আটলান্টা, ডাবলিনের অফিস থেকে একাধিক কর্মীকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছে গুগল। জানা যাচ্ছে, খরচ বাঁচাতেই এই সিদ্ধান্ত নিয়েছে অ্যালফাবেটের কর্তৃপক্ষ।

তবে কি বিশ্বের এতবড় সংস্থা বড়সড় লোকসানের মুখ দেখছে? এই প্রশ্নের উত্তর না মিললেও কর্মীদের একটা অংশের দাবি, গুগল ধীরে ধীরে কর্মীদের বদলে সফটওয়ার বেস কাজ শুরু করতে চাইছে। যেখানে লোকবলের খুব একটা প্রয়োজন পড়বে না। সেই কারণেই প্রতিবছরই বড় সংখ্যক কর্মীদের ধারাবাহিকভাবে ছাঁটাই করছে গুগল।