আরও একবার খবরে, হার্ট অ্য়াটাকে আকস্মিক মৃত্য়ু। অন্ধ্র প্রদেশের আন্নামায়া জেলার মাদানাপাল্লে-তে চাঞ্চল্যকর ঘটনা। সুব্রমনিয়াম নামের এক ব্যক্তি ব্যাডমিন্টন খেলার সময় হার্ট অ্যাটাকে মারা গেলেন। খেলতে খেলতে ক্লান্ত হয়ে তিনি বেঞ্চে বসে পড়েন। এরপরই তিনি বুকে হাত দিয়ে লুটিয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষিত করা হয়। তাঁর মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাক বলা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি ব্যাডমিন্টন কোর্টে কয়েকজন খেলছেন। আচমকা দেখা যায়, কোর্টের বাইরে বিশ্রামরত একজন মাটিতে লুটিয়ে পড়লেন। সেটা দেখেই কয়েকজন তাঁর সাহায্যে এগিয়ে এলেন। খেলা থামিয়ে চার শাটলার তাঁকে ধরতে গেলেন। পরে হাসাপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। দেশজুড়ে আচমকা হার্ট অ্য়াটাকের ঘটনা বারবার শোনা যাচ্ছে। সম্প্রতি মধ্যপ্রদেশের বিদিশার এক বিয়েবাড়িতে বোনের বিয়েতে নাচতে নাচতে আচমকা হার্ট অ্যাটাকে মারা যান এক মহিলা।
দেখুন ভাইরাল ভিডিয়ো
షటిల్ ఆడుతూ గుండెపోటుతో మృతి
అన్నమయ్య జిల్లా మదనపల్లెలో సుబ్రహ్మణ్యం అనే వ్యక్తి షటిల్ ఆడుతూ చనిపోయారు. అలసటతో బెంచీపై కూర్చున్న ఆయన ఉన్నట్టుండి కుప్పకూలారు. ఆస్పత్రికి తరలించగా అప్పటికే ఆయన గుండెపోటుతో మరణించినట్లు డాక్టర్లు నిర్ధారించారు. pic.twitter.com/3AjG3QGj1X
— ChotaNews App (@ChotaNewsApp) February 25, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)