প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়(Social Media) ভাইরাল (Viral) হয়েছে একটি ভিডিয়ো যাতে দেখা যাচ্ছে, বিয়েবাড়িতে অথিথিদের জন্য রাখা খাবারে থুতু ছড়াচ্ছেন এক ব্যক্তি। এই ভাইরাল ভিডিয়ো ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এবার এই ভাইরাল ভিডিয়োর সূত্র ধরে ওই ব্যক্তিকে চিহ্নিত করে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটের। গত ২১ ফেব্রুয়ারি মিরাটের ব্রহ্মপুরী থানার অন্তর্গত এলাকায় একটি বিয়েবাড়িতে এই ঘটনা ঘটে। আমন্ত্রিতদের জন্য রাখা খাবারে থুতু ফেলতে দেখা যায় এক ব্যক্তিকে। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করেন এক ব্যক্তি।

বিয়েবাড়ির খাবারে থুতু ফেলে বিপাকে ব্যক্তি, গ্রেফতার করল পুলিশ

এরপর সেই ভিডিয়ো ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন। ওই ব্যক্তিকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কেন এই ধরনের কাজ করলেন তিনি তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, কয়েকমাস আগে এক রেস্তোরাঁয় রুটি বানানোর সময় এক কর্মচারীর কীর্তিতে স্তম্ভিত হয়েছিলেন নেটিজেনরা, রুটি বানানোর আগে মেখে রাখা আটায় থুতু ফেলতে দেখা গিয়েছিল তাঁকে।  ভিডিওটি সামনে আসার পরই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনদের একাংশ।

বিয়েবাড়ির খাবারে থুতু, ভিডিয়ো ভাইরাল হতেই গ্রেফতার ব্যক্তি