ডোনাল্ড ট্রাম্প (Photo Credits: Getty Images)

ওয়াশিংটন, ৪ আগস্ট: ১৫ সেপ্টেম্বরের মধ্যে চাইনিজ ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের মালিকানা যদি আমেরিকার হাতে না আসে তাহলে ব্যবসা বন্ধ হবে। আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। কথামতো কাজ না হলে ১৫ সেপ্টেম্বরের পরে মার্কিন মুলুক থেকে ব্যবসা গুটিয়ে চিনে ফিরতে হবে টিকটককে। সংবাদ সংস্থা এএফপি-কে দেওয়া সাক্ষাৎকারেই মার্কিন প্রেসিডেন্টকে বলতে শোনা যায়, “১৫ ডিসেম্বরের মধ্যে বিক্রি হল তো ভাল, নাহলে মার্কিনমুলুকে টিকটকের ব্যবসায় ঝাঁপ পড়বে।” ট্রাম্পের এই ঘোষণায় হোয়াইট হাউসের চিন বিরোধী কার্যকলাপের স্ট্র্যাটেজি ঠিক করে দেয়। চিনের কমিউনিস্ট পার্টির কাছে আমেরিকার গোপন তথ্য সংগ্রহের মাধ্যম হল এই টিকটক। এমনই বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও।

মার্কিনীদের ব্যক্তিগত তথ্য হাতানোর জন্য চিনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের বিরুদ্ধে ব্যবস্থা নেব। গত শুক্রবারই একথা বলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুদেশ ভারতে গত জুন মাসেই টিকটক-সহ ৫৮টি চিনা অ্যাপ নিষিদ্ধ হয়েছে। এবার সেই পথেই হাঁটতে চলেছে আমেরিকা। টিকটকের মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারনেট অ্যাকসেস বন্ধ করার লক্ষ্যে গত শনিবার এক নির্দেশ নামায় সই করার কথা ছিল প্রেসিডেন্টের। এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে অথচ গোটা সপ্তাহ ধরে এনিয়ে মুখে কুলুপ এঁটে রইল হোয়াইট হাউস। এই সময়ের মধ্যে মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডের টিকটকের মালিকানা কিনতে আসরে নেমে পড়ছে। চলছে আলাপ আলোচনাও।  মনে করা হচ্ছে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যেই টিকটকের মালিকানার হাতবদল ঘটবে।