Deportation flights have begun. (Photo Credits: X)

দিল্লি, ২০ ফেব্রুয়ারি: ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ক্ষমতায় আসতেই আমেরিকা (US) থেকে অবৈধ অভিবাবাসীদের তাড়ানো হচ্ছে। গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে মানুষরা আমেরিকায় যান অবৈধভাবে তাঁদের ভাগ্যের অন্বেষণে, সেই সমস্ত মানুষকে ফেরানো হচ্ছে। পরপর কয়েক দফায় আমেরিকা থেকে অভিবাসী বিদায় করছেন ট্রাম্প। ভারতেও এসেছে মার্কিন সি-১৭ সেনা চপার। প্রথম দফায় ভারতীয়দের দেশে ফেরানোর পর এবার আবার ৩০০ জনকে পানামার একটি হোটেলে রাখা হয়েছে। এশিয়ার বিভিন্ন দেশ থেকে যে মানুষরা আমেরিকায় যান অবৈধভাবে, তাঁদের বেছে তুলে পানামার একটি হোটেলে ট্রাম্প প্রশাসন রাখে। পানামার ওই হোটেল থেকে কোস্টারিকায় নিয়ে যাওয়া হবে।

এরপর কোস্টারিকা থেকে একাধিক বিমানে চাপিয়ে অভিবাসীদের তাঁদের দেশে ফেরানো হবে বলে খবর। পানামার যে হোটেলে অভিবাসীদের রাখা হয়েছে, সেখানকার জানলা থেকে সাহায্যের আবেদন করতে দেখা যায় বহু মানুষকে। 'আমাদের সাহায্য করুন। আমরা এখানে সুরক্ষিত নই।' এমন লেখাও চোখে পড়ে পানামার ওই হোটেলের কাঁচের বাইরে থেকে।

আরও পড়ুন: White House Posts Video Of Immigrants Deportation: হাত, পায়ে লোহার শিকল বেধে তোলা হচ্ছে বিমানে, অভিবাসীদের করুণ দশা আমেরিকায়, এলন মাস্কের বক্তব্যে চমকে উঠবেন

যে ৩০০ জনকে পানামার সংশ্লিষ্ট হোটেলে রাখা হয়েছে, তাঁরা সবাই এশিয়ার বিভিন্ন দেশের মানুষ বলে খবর। ইরান (Iran), ভারত (India), নেপাল (Nepal), শ্রীলঙ্কা (Sri Lanka), পাকিস্তান (Pakistan), আফগানিস্তান (Afghanistan),চিন (China)-সহ এশিয়ার একাধিক দেশের অবৈধ অভিবাসীদের পানামার হোটেলে রাখা হয়েছে, তাঁদের দেশে ফেরানোর আগে। ওই হোটেলের ভিতর থেকেই আটকরা, সাহায্যের আবেদন করছেন। এমন ভিডিয়ো উঠে আসতে শুরু করেছে।

দেখুন সেই ভিডিয়ো, যা দেখে চোখে জল আসবে অনেকেরই...

প্রসঙ্গত নির্বাচনে জয়ী হয়ে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন মুলুকে ক্ষমতা দখল করেন। ট্রাম্প ক্ষমতায় আসতেই 'আমেরিকা ফার্স্ট' স্লোগান দেন। ওই স্লোগানের পর থেকে আমেরিকা থেকে বিভিন্ন দেশের নাগরিকদের ফেরানো হচ্ছে বিমানে চাপিয়ে।