Hamas (Photo Credit: X/Screengrab)

জেরুজালেম, ২১ ফেব্রুয়ারি: পূর্ব ঘোষণা অনুযায়ী, হামাস যে ৪টি দেহ ফেরৎ দিয়েছে, তার মধ্যে নেই বিবাস শিশুদের মা সিরি বিবাস। শুধু তাই নয়, ছোট ছোট ২টি শিশুকে প্যালেস্তিনীয় (Palestine) জঙ্গি গোষ্ঠীর সদস্যরা হত্যা করেছে বলেও অভিযোগ করা হয় ইজরায়েলের তরফে। সিরি বিবাস নামে যে ৩৩ বছরের মহিলাকে  অপহরণ করে গাজায় নিয়ে গিয়েছিল, তাঁকে হামাস খুন করেছে বলে দাবি করা হয় ইজরায়েলের তরফে। এরিয়েল বিবাস এবং কফির বিবাস নামে দুই শিশুর দেহ হামাস (Hamas) ফেরৎ দেয়। তবে ওই ২ শিশুর মা সিরি বিবাসের দেহ এখনও ফেরায়নি হামাস। শুধু তাই নয়, যে ৪ জনের দেহ হামাস ফেরায়, তাঁদের মধ্যে একজনকে ইজরায়েলের (Israel) প্রতিরক্ষা মন্ত্রক সনাক্ত করতে পারেনি। ওই দেহ আদতে কার, সে বিষয়ে ইজরয়েল কিছু জানে না বলেই জানানো হয়।

দুই শিশুর সঙ্গে মায়ের মৃতদেহ ফেরায়নি হামাস...

 

বৃহস্পতিবার হামাসের তরফে ইজরায়েলি পণবন্দিদের মৃতদেহ বলে ৪ জনকে ফেরানো হয়। যার জেরে তেল আভিভ জুড়ে চলে শোক জানানোর পালা। কাতারে কাতারে মানুষ রাস্তায় নামেন এবং হামাসের নিষ্ঠুরতার বিরুদ্ধে প্রতিবাদ জানান। যে ৪ জনের দেহ হামাস ফেরাবে বলে জানায়, মৃতদেহ ফেরতের আগেই আবেগপ্লুত হয়ে পড়েন ইজরায়েলিরা।

বৃহস্পতিবারের পর শনিবার ফের পণবন্দিদের মুক্ত করবে হামাস। কয়েকশ' প্যালেস্তিনীয়কে জেল থেকে ছাড়তে হবে ইজরায়েলকে, এই দাবিতেই ফের শনিবার হামাস নেতানিয়াহুর দেশের নাগরিকদের গাজার খাঁচা থেকে মুক্ত করবে বলে জানায়।

তবে এখনও হামাসের কবলে ৬০ জন ইজরায়েলি পণবন্দি রয়েছেন। তাঁদের মধ্যে কতজন জীবিত রয়েছেন, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করা হয় ইজরায়েলের তরফে।

প্রসঙ্গত সিরি বিবাস এবং তাঁর ২ শিশুর মৃত্যু হামাসের হাতে হয়নি। ইজরায়েলি সেনার মুর্হুমুহু বোমার আঘাতে ই ৩ জনের প্রাণ যায় বলে দাবি প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠীর।