কলকাতা: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) পদত্যাগ করে দেশ ছেড়েছেন। তারপরই বিজয়োল্লাস মেতেছেন দেশবাসি, এসবের মধ্যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় (Wazeb Joy) জানালেন, ‘বাংলাদেশ আবার পাকিস্তানের মতোই হওয়ার ঝুঁকি নিয়ে চলছে, আমরা গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাব।’
শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একাধিক প্রশ্ন উঠছিল। সে প্রসঙ্গে সজীব ওয়াজেদ জয় জানান, ‘মা আর রাজনীতিতে ফিরবেন না। মায়ের কঠোর পরিশ্রমের পরেও অনেকে বিরুদ্ধে দাঁড়িয়েছে। এতে হতাশ হয়েছি।' তিনি আরও বলেন, শেখ হাসিনার পর আপনাদের কী হবে তা আর আমার বা আমার পরিবারের চিন্তার বিষয় নয়। তবে এভাবে সংঘর্ষ করে ক্ষমতা দখল করা যাবে না। এটা আর আন্দোলন নয়। নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। এটা সন্ত্রাস।’