Simran Singh Found Dead (Photo Credit: X)

দিল্লি, ২৬ ডিসেম্বর: ফের মৃত্যু সোশ্যাল ইনফ্লুয়েন্সারের (Instagram Influencer)। মাত্র ২৫ বছরেই চলে গেলেন রেডিয়ো প্রেসেন্টার তথা ইনফ্লুয়েন্সার সিমরণ সিং (Simran Singh)। গুরুগ্রামে সেক্টর ৪৭-এ নিজের অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় মেলে আর জে সিমরণ সিংয়ের মৃতদেহ। গুরুগ্রামের ওই অ্যাপার্টমেন্টে কীভাবে বছর ২৫-এর ইনফ্লুয়েন্সার সিমরণের মৃত্যু হল, তা নিয়ে ধন্দে পুলিশ।

জম্মু কাশ্মীরের বাসিন্দা সিমরণের ইনস্টাগ্রামে প্রায় ৭ লক্ষ ফলোয়ার রয়েছে। গত ১৩ ডিসেম্বরও সিমরণকে নিজের সোশ্যাল হ্যান্ডেলে ভিডিয়ো পোস্ট করতে দেখা যায়। ভিডিয়ো পোস্টের কয়েকদিনের মধ্যে কীভাবে মৃত্যু হল সিমরণের, সে বিষয়ে ধোঁয়াশা ছড়িয়েছে। জানা যায়, গুরুগ্রামের সেক্টর ৪৭-এ সিমরণ যে বন্ধুর সঙ্গে থাকতেন, তিনিই পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিমরণের মৃতদেহ উদ্ধার করে।

১৩ ডিসেম্বর ভিডিয়ো আপলোডের পর হঠাৎ করেই মৃত্যু হয় ইনফ্লুয়েন্সারের...

 

সিমরণ আত্মহত্যা করেছেন। মৃতদেহ উদ্ধারের পর প্রাথমিক তদন্তে এমনই মনে করছে পুলিশ। 'জম্মু কী ধড়কন' হিসেবে নেটিজেনদের কাছে পরিচিত সিমরণ। ভালবেসেই সিমরণকে জম্মু কী ধড়কন নামে ডাকতেন তাঁর অনুরাগীরা। ফলে সিমরণের মৃত্যুর জেরে তাঁর অনুরাগীদের মন খারাপ।

সিমরণ সিংয়ের মৃত্য়ুর পর শোক প্রকাশ করেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। মুখ্যমন্ত্রীর বাবা ফারুক আবদুল্লাও শোক প্রকাশ করেন সিমরণের মৃত্যুতে।