ভারত ও অস্ট্রেলিয়ার (AUS বনাম IND) মধ্যকার বক্সিং ডে টেস্টের প্রথম দিনে ক্রিকেট কিংবদন্তি শেন ওয়ার্নকে (Shane Warne) বিশেষ শ্রদ্ধা জানিয়েছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। ভক্তরা তাদের ফ্লপি টুপি (Floppy Hats) সরিয়ে শেন ওয়ার্নকে সম্মান জানিয়েছেন। শ্রদ্ধা নিবেদনের সময় এমসিজিতে উপস্থিত ছিলেন তার দুই সন্তান সামার ও জ্যাকসন ওয়ার্ন। বক্সিং ডে টেস্ট চলাকালীন বিকেল ৩টা ৫০ মিনিটে শেন ওয়ার্নকে আন্তরিক শ্রদ্ধা জানায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। কিংবদন্তি লেগ স্পিনারের অপরিসীম উত্তরাধিকারকে সম্মান জানিয়ে ওয়ার্নের টেস্ট ক্যাপ নম্বর ৩৫০ হিসেবে এই শ্রদ্ধাঞ্জলি। ২০২২ সালে তার মৃত্যুর পরে এমসিজিতে তাঁর নামে স্ট্যান্ড রয়েছে 'শেন ওয়ার্ন স্ট্যান্ড' নামে। শেন ওয়ার্নকে ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার বলা হয়। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার তাঁর কেরিয়ারে ৭০৮টি টেস্ট উইকেট নিয়েছেন। টেস্ট ফরম্যাটে মুথইয়া মুরালিধরনের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। ওয়ার্ন ওয়ানডেতে ২৯৩ উইকেট নিয়ে ছিলেন অজিদের সেরার সেরা। Virat Kohli Fined: ব্যান নয়, স্যাম কনস্টাসকে ধাক্কা মেরে জরিমানা বিরাট কোহলির
শেন ওয়ার্নকে শ্রদ্ধা মেলবোর্নের দর্শকদের
Paying respect to the late great Shane Warne ❤️#AUSvIND pic.twitter.com/omw10WUPw9
— cricket.com.au (@cricketcomau) December 26, 2024
🗣️ “Warnieeeee, Warnieeee” 🗣️
3:50PM. For the King ❤️ pic.twitter.com/uVIh63uek0
— Cricket Australia (@CricketAus) December 26, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)