Saudi Arabia করোনা সংক্রমণের মধ্যেই বার্ষিক হজ যাত্রার জন্য প্রস্তুত সৌদি আরব, কোভিড সংক্রান্ত নিয়ম ভাঙলে নির্বাসনের হুঁশিয়ারি
হজ (Photo Credits: ANI)

রিয়াধ, ২০ জুলাই: আসন্ন হজ যাত্রার জন্য প্রস্তুত সৌদি আরব। মহামারী করোনাভাইরাসের (COVID-19 pandemic) মধ্যেই সংবাদ মাধ্যমে এই ঘোষণা করলেন সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। হজের নিরাপত্তা বাহিনীর দায়িত্বে রয়েছেন কমান্ডার জায়েদ-আল-তুয়ালানি। তিনি এদিন বলেন, হজ যাত্রীদের যাবতীয় নিরাপত্তার জন্য সম্পূর্ণভাবে তৈরি রয়েছে তাঁর বাহিনী। সংবাদ সংস্থা জিনহুয়ার তথ্য বলছে সৌদি সংবাদ সংস্থা মহামারীর মধ্যে হজ যাত্রীদের স্বাস্থ্যবিধি সংক্রান্ত সমস্ত নিরাপত্তা সুনিশ্চিত করেছে। এ বছর মাত্র ১৬০টি দেশের নাগরিক এবার হজ পালন করতে পারবেন। যাঁর মধ্যে ৭০ জন বিদেশি। এঁরা প্রত্যেকেই সৌদির বাসিন্দা। সেকারণেই তাঁরা চলতি বছরের বার্ষিক হজ পালনে অংশ নিচ্ছেন। তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে অতিরিক্ত বন্দোবস্ত করা হয়েছে।

যাঁরা লকডাউন সম্পর্কিত নিয়মকানুন মানছেন না, তাঁদের প্রত্যেককেই নির্বাসনে পাঠানো হবে। এমন ভাবেই সতর্ক করেছেন কমান্ডার জায়েদ-আল-তুয়ালানি। রবিবার সৌদি আরবে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪০৫ জন। সবমিলিয়ে সেদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৫০ হাজার ৯২০। সেখানে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৯৭ হাজার ৭৬৫ জন। গত ২৪ ঘণ্টায় ৩৯ জনের প্রাণ কেড়েছে মারণ ভাইরাস। সবমিলিয়ে সৌদি আরবে করোনার বলি ২ হাজার ৪৮৬। তবে হজযাত্রীদের জন্য এই প্রথম বিধিনিষেধ আরোপ করল সৌদি আরব, এমনটাও নয়। এর আগে ইবোলা ভাইরাসের জেরে ২০১৪ ও ২০১৬ সালে হজযাত্রা থেকে কঙ্গো-সহ বেশ কয়েকটি আফ্রিকান দেশকে বাদ দিয়েছিল সৌদি আরব। আরও পড়ুন-Karnataka: কর্ণাটকের কোভিড হাসপাতালে ঘুরছে শুয়োরের পাল, ভাইরাল ভিডিওর পরেই তদন্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

মক্কার চেম্বার অফ কমার্সের হিসেব বলছে এই হজ যাত্রা সেখানকার অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা নেয়। প্রতিবার হজ উপলক্ষে অন্তত ৫.৯ বিলিয়ন-৬.৯ বিলিয়ন ডলার পর্যন্ত উপার্জন করে। ২০১৯-এ ২.৫ মিলিয়ন তীর্থযাত্রা হজ পালন করেছেন। এছাড়াও হজ যাত্রী তালিকায় ছিলেন ৬ লক্ষেরও বেশি সৌদি নাগরিক। ধর্মপ্রাণ মুসলিমদের কাছে হজ একটি পালনীয় কর্তব্য। শারীরিক সুস্থতা বজায় থাকলে ও আর্থিক সামর্থ্য থাকলে সমস্ত মুসলিমকেই একবার হজ পালন করতে হবে।