ইসলামাবাদ, ২৪ অগাস্ট: জুলাই মাস থেকে অবিরাম বৃষ্টিপাতের কারণে পাকিস্তানের (Pakistan) বিভিন্ন প্রদেশে বন্যা (Flood) হয়েছে। বন্যায় এখনও পর্যন্ত ৮৩০ জনের প্রাণহানি হয়েছে। তার সঙ্গে শুরু হয়েছে খাদ্য সঙ্কট। এই পরিস্থিতি মোকাবিলার জন্য এবার আন্তর্জাতিক মহলের সাহায্য চাইতে চলেছে পাকিস্তান সরকার। মঙ্গলবার জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (NDMA) পাকিস্তানে বন্যা নিয়ে জরুরি বৈঠক ডাকে। সেখানে সাহায্য চাওয়ার বিষয়টি উঠে আসে।
অস্বাভাবিক বৃষ্টির কারণে ক্ষয়ক্ষতির মোকাবিলা করার জন্য পাকিস্তানের প্রয়োজন বিপুল আর্থিক সাহায্য। এমনিতেই দেশটি আর্থিক সঙ্কটে ভুগছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য আকাশছোঁয়া। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও বন্যা কবলিত মানুষদের সাহায্য করার জন্য আবেদন করেছেন, কারণ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সরকারের বহু টাকা প্রয়োজন। শরিফ বলেছেন যে তাঁর সরকার ইতিমধ্যেই নগদ ত্রাণ হিসাবে ৩৭.২ বিলিয়ন পাকিস্তানি টাকার তহবিল দিয়েছে। আরও ৫ বিলিয়ন ছাড়া হয়েছে। তিনি আরও জানান, বন্যা দুর্গতদের ৫ হাজার টাকা করে নগদ দেওয়া হচ্ছে। আরও পড়ুন: Italy: আজব কাণ্ড, একই সময়ে মাঙ্কিপক্স, কোভিড ও এইচআইভি-তে আক্রান্ত এক ব্যক্তি
পাকিস্তানে বন্যায় ১,৩৪৮ জন আহত হয়েছেন। দেশে হাজার হাজার মানুষ গৃহহীন। বালুচিস্তানে সর্বাধিক ২৩২ জন নিহত হয়েছেন, সিন্ধু প্রদেশে ২১৬ জন মারা গিয়েছেন। এদিকে, বুধবার থেকে দেশের বিভিন্ন স্থানে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে পাকিস্তান আবহাওয়া দফতর।