US Ambassador Masood Khan (Photo Credit: Twitter)

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে স্থগিত করা সামরিক অর্থায়ন পুনরায় চালু করতে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে পাকিস্তান। ডনের খবর অনুসারে, বৃহস্পতিবার ওয়াশিংটনে এক সেমিনারে ইসলামাবাদের রাষ্ট্রদূত মাসুদ খান জানিয়েছেন আগের প্রশাসনের সাসপেন্ড তুলে পাকিস্তানের জন্য বৈদেশিক সামরিক অর্থায়ন এবং বৈদেশিক সামরিক বিক্রির বিষয়টি যুক্তরাষ্ট্র পুনর্বহাল করাটা গুরুত্বপূর্ণ। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এলিজাবেথ হোর্স্ট অবশ্য বিপর্যস্ত পাকিস্তানি অর্থনীতি পুনর্গঠনে সহায়তার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং এ জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে কাজ করার জন্য ইসলামাবাদকে আহ্বান জানান। তিনি বলেন, 'পাকিস্তান ও আইএমএফ যে সংস্কারে সম্মত হয়েছে, তা সহজ নয়, কিন্তু পাকিস্তানকে আর্থিকভাবে চাঙ্গা করতে, ঋণের বোঝা এড়াতে এবং পাকিস্তানের অর্থনীতিকে চাঙ্গা করতে এই পদক্ষেপ নেওয়া জরুরি।' Turkey To Join Nuclear Club: পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় যোগ তুরস্কের, জানালেন প্রেসিডেন্ট রেসেব তাইয়্যেব এরদোগান

ডনের খবরে বলা হয়, ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকে ওয়াশিংটন-ইসলামাবাদ সম্পর্ক দীর্ঘ অনিশ্চয়তার মধ্যে আটকে আছে। চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র প্রতিযোগিতা পাকিস্তানের সাথে সম্পর্কে টানাপড়েন এনেছে। কিন্তু সম্প্রতি বাণিজ্য, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষাকে কেন্দ্র করে উচ্চপর্যায়ের কূটনৈতিক তৎপরতা ও সংলাপ বেড়েছে। রাষ্ট্রদূত মাসুদ খান শুধু মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের পুনরুজ্জীবনের ওপরই জোর দেননি, নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা প্রশমনে ওয়াশিংটনের ভূমিকার কথাও তুলে ধরেন। আফগানিস্তানে স্থিতিশীলতা আনতে পাকিস্তান কী ভূমিকা পালন করতে পারে সে বিষয়েও আলোচনা করেন তিনি।