UP Police Photo Credit: Twitter@latestly

নয়াদিল্লিঃ ভারতীয়দের (Indian) মধ্যে একটি প্রচলিত কুসংস্কার রয়েছে। তা হল যাত্রাপথে বিড়ালের দেখা পেলে বা বলা ভাল বিড়াল রাস্তা পার হলে তা অশুভ হিসেবে মানেন অনেকে। আর তা যদি হয় কালো বিড়াল তাহলে নাকি তা সাংঘাতিক বলে মানা হয়। এবার এই অন্ধবিশ্বাসের বশে একটি কালো বিড়ালকে পুড়িয়ে মারলেন এক মহিলা।

কালো বিড়ালকে পুড়িয়ে মারার অভিযোগ একদল মহিলার বিরুদ্ধে

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে। জানা গিয়েছে, মোরাদাবাদের ভোজপুর থানা এলাকায় একটি বন্য বিড়ালকে মারধর করে এক দল মহিলা। তারপর তার গায়ে আগুন লাগানো হয়। শুধু তাই নয় সেই মুহূর্ত ক্যামেরাবন্দিও করা হয়। জানা গিয়েছে, তাঁদের গাড়ির সামনে চলে এসেছিল বিড়ালটি। তার জন্য তার গায়ে আগুন লাগিয়ে দেন তাঁরা। এই ঘটনা ভাইরাল হতেই তাঁদের বিরুদ্ধে দিল্লির বন্য অপরাধ নিয়ন্ত্রণ দফতরে অভিযোগ দায়ের করা হয়। বনরক্ষা আইনের ১৯৭২ ধারায় রুজু হয় মামলা। তদন্তে নেমে জানা যায় অভিযুক্ত মহিলার নাম প্রিয়া। ভোজপুরের বাসিন্দা তিনি। বান্ধবীদের সঙ্গে মিলে এই ঘটনা ঘটান তিনি।

কুসংস্কারের বশে কালো বিড়ালকে পুড়িয়ে মারল একদল মহিলা, ভাইরাল ভিডিয়ো