
নয়াদিল্লি: দিল্লির (Delhi) বিভিন্ন এলাকা থেকে পাঁচজন বাংলাদেশিকে (Bangladeshi) অবৈধভাবে থাকার অভিযোগে গ্রেফতার (Arrested) করেছে দিল্লি পুলিশ। সদর বাজার এলাকা থেকে দুইজন বাংলাদেশিকে এবং বাইরের থেকে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন, নিজেদের কাগজপত্রও তৈরি করেছিলেন। কারা তাঁদের কাগজপত্র তৈরিতে সাহায্য করেছে পুলিশ সে বিষয়েও তদন্ত শুরু করেছে।