
ICC Men’s Champions Trophy 2025 Team of the Tournament: চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশে খেতাবজয়ী টিম ইন্ডিয়ার পাঁচজন ক্রিকেটার আছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির টিম অফ দ্য টুর্নামেন্টে রাখা হয়েছে-বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকটেকিপার), বরুণ চক্রবর্তী ও মহম্মদ সামি-কে। দ্বাদশ ব্যক্তি হিসেবে রাখা হয়েছে টিম ইন্ডিয়ার স্পিনার-অলরাউন্ডার অক্ষর প্যাটেল-কে। ফাইনালে ম্য়াচের সেরা হলেও টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা-কে এই দলে রাখা হয়নি। দলের নেতৃত্ব দেবেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার-কে। ফাইনালে ব্যর্থ হওয়া হার্দিক পান্ডিয়াও দলে নেই।
ভারতের ৬, কিউইদের ৪, আফগানদের ২ ক্রিকেটার দলে আছেন
টুর্নামেন্টের সেরাদের নিয়ে গড়া একাদশে ভারতের পাঁচজন, নিউ জিল্যান্ডের চারজন (রবীন্দ্র, ফিল্পিস, স্যান্টনার ও ম্যাট হেনরি) আফগানিস্তানের ২ জন (জারদান, ওমরঝাই)-কে রাখা হয়েছে।
নেই অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার কোনও ক্রিকেটার
মজার কথা হল, টিম অফ দ্য টুর্নামেন্টে মাত্র তিনটি দলের ক্রিকেটারদেরই রাখা হয়েছে। দুই ফাইনালাস্টি ভারত, নিউ জিল্যান্ডের সঙগে গ্রুপ লিগ থেকে ছিটকে যাওয়া আফগানিস্তানের ক্রিকেটাররই শুধু জায়গা পেয়েছেন। সেমিফাইনালে উঠলেও অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার কাউকে দলে রাখা হয়নি। গ্রুপের খেলায় ইংল্যান্ডের বিরুদ্ধে ১৭৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলা ইব্রাহিম জাদরানকে ওপেনার হিসেবে রাখা হয়েছে।
টুর্নামেন্টের সেরা একাদশ:
রচীন রবীন্দ্র (নিউ জিল্যান্ড), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), বিরাট কোহলি (ভারত), শ্রেয়স আইয়ার (ভারত), কেএল রাহুল (ভারত), গ্লেন ফিল্পিস (নিউ জিল্যান্ড), আজমাতুল্লা ওমরঝাই (আফগানিস্তান), মিচেল স্যান্টনার ((নিউ জিল্যান্ড), বরুণ চক্রবর্তী (ভারত), মহম্মদ সামি ((ভারত), ম্যাট হেনরি (নিউ জিল্যান্ড)।
দ্বাদশ ব্যক্তি: অক্ষর প্যাটেল (ভারত)।