দুই মেয়ে একযোগে পেটাচ্ছে বাবাকে। বড় মেয়ে যখন অসমর্থ বাবাকে লাঠি দিয়ে পেটাচ্ছে, সেই সময় ছোট মেয়েকে দেখা যায় বাবার হাত শক্ত করে ধরে রাখতে। অন্যদিকে দুই মেয়ের মাকে দেখা যায়, স্বামীর পা ধরে রাখতে। শুনতে অবাক লাগলেও, এমনই একটি ঘটনার সাক্ষী এবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মোরেনা (Morena)। মধ্যপ্রদেশ থেকে যে ছবি উঠে আসে, সেখানে দেখা যায়, মায়ের সঙ্গে মিলে দুই মেয়ে শারীরিকভাবে অক্ষম এবং অসমর্থ বাবাকে নির্মমভাবে মারধর করছে। কী কারণে ওই ব্যক্তিকে পরিবারের প্রত্যেকে মিলে পেটাতে শুরু করে, তার কারণ অজানা। সম্প্রতি মোরেনার ওই ব্যক্তির মৃত্যু হয়। মোরেনার ওই ব্যক্তির মৃত্যুর পর সেই নির্মম ভিডিয়ো প্রকাশ্যে আসে। যা দেখে অবাক হয়ে যান প্রত্যেকে। ওই ব্যক্তির মৃত্যুর পর তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করা হয় স্ত্রী এবং মেয়েদের তরফে। তবে মারধরের ভিডিয়ো প্রকাশ্যে এলে, ওই ব্যক্তির আত্মহত্যা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেন। ফলে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে মনে করেন বহু মানুষ।

দেখুন মোরেনায় কীভাবে মায়ের সঙ্গে দুই মেয়ে একযোগে বাবাকে পেটাচ্ছে...

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)