সাবমেরিন থেকে মিসাইল লঞ্চ উত্তর কোরিয়ার। রবিবাক উত্তর কোরিয়ার তরফে এই ক্ষেপানাস্ত্র উৎক্ষেপন করা হয়। আমেরিকার সঙ্গে দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ার মধ্যেই উত্তর কোরিয়ার এই পদক্ষেপ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। স্টেট নিউজ এজেন্সি KCNA থেকে এমনটাই জানা গেছে।
দক্ষিণ কোরিয়ার তরফে সেনার জয়েন্ট চিফ অফ স্টাফের পক্ষ থেকে জানানো হয়েছে উত্তর কোরিয়ার এহেন পদক্ষেপের জেরে সতর্কতা জারি করা হয়েছে। এবং এই ক্ষেপনাস্ত্র লঞ্চ করার কারন কি তা খতিয়ে দেখা হচ্ছে।
সোমবার থেকে দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ১১ দিনের মহড়াতে অংশগ্রহন করবেন। এই মহড়া দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে বলে দুই সেনাবাহিনীর তরফ থেকে জানা গেছে।
তবে উত্তর কোরিয়ার তরফে এই মহড়াকে এক প্রকার আগ্রাসনের চোখে দেখে এসেছে। যার পরিপ্রেক্ষিতে প্রচুর পরিমানে ক্ষেপনাস্ত্র পরীক্ষা এবং মহড়া পরিচালনা করেছে। যার প্রধান উদ্দেশ্য নিজেদের অস্ত্রের ক্ষমতা পরিমাপ করা এবং তার থেকে আরও উন্নত অস্ত্র তৈরি করা।
North Korea launches missiles from submarine as U.S.-South Korean drills begin https://t.co/SkAYzwLnDb pic.twitter.com/2lzoywNzHh
— Reuters World (@ReutersWorld) March 13, 2023