দিল্লি, ৪ ফেব্রুয়ারি: নাগরিকত্ব নেই, এমন ভারতীয়দের (Indian Migrants) ফেরাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ভারতীয় (India) পরিযায়ীদের মার্কিন মুলুক থেকে ডোনাল্ড ট্রাম্প সরকার ফেরানোর কাজ শুরু করেছে। সি-১৭ নামের সেনা বাহিনীর চপারে করে ভারতীয়দের (যাঁরা অবৈধভাবে আমেরিকায় থাকছিলেন) ফেরানো শুরু করল ওয়াশিংটন। ট্রাম্প সরকারের তরফে জানানো হয়েছে, আমেরিকায় বসবাসকারী অন্য দেশের যে সমস্ত অবৈধ নাগরিক রয়েছেন, তাঁদের দেশে ফেরাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা চপার। আমেরিকা-মেক্সিকো হোক কিংবা ভারত, অবৈধভাবে আমেরিকায় আর কেউ বসবাস করতে পারবেন না বলে ডোনাল্ড ট্রাম্প সুর চড়ান শপথের দিনই। মার্কিন যুক্তরাষ্ট্রে (US) দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে বসার পর থেকেই অবৈধ নাগরিকদের ফেরানোর কাজ শুরু হয়েছে। এবার ভারতীয়দেরও ফেরানো হচ্ছে এক এক করে।
প্রসঙ্গত আমেরিকায় বসবাসকারী অবৈধ ভারতীয়দের যাতে দেশে ফেরানো যায়, সে বিষয়ে ডোনাল্ড ট্রাম্প প্রথমেই কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। ভারতের প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রীর সঙ্গে ট্রাম্প প্রশাসনের আলোচনার পরই পরিযায়ীদের ফরানোর কাজ শুরু হয়েছে। শুধু তাই নয়, আমেরিকায় বসবাসকারী পরিযায়ী ভারতীয়দের কীভাবে দেশে ফেরাবে, সে বিষয়ে ট্রাম্প সরকার যা ভাল মনে করে, তাই করুক বলেও দিল্লির তরফে জানানো হয়। যেমন কথা, তেমনি কাজ। অবৈধ নাগরিকদের অত্যন্ত দ্রুততার সঙ্গে ফেরানোর কাজ ডোনাল্ড ট্রাম্প শুরু করেছেন।
গুয়াতেমালা, পেরু কিংবা হান্ডুরস থেকে যে সমস্ত মানুষ অবৈধভাবে এতদিন আমেরিকায় থাকছিলেন, তাঁদেরও ফেরাচ্ছে ট্রাম্প সরকার।