Representative Image (Photo Credit: File)

ঠাণ্ডা পানীয়তে বিষ মিশিয়ে দুই নাবালিকাকে খুন করল এক যুবক। মঙ্গলবার রাতে তমলুক মেডিকেল কলেজে (Tamluk Medical College) চিকিৎসা চলাকালীন একজনের মৃত্যু হয়েছে। এর আগে গত রবিবার ওই হাসপাতালেই মৃত্যু হয়েছে আরেক কিশোরীর। ইতিমধ্যেই এই ঘটনায় মূল অভিযুক্ত আকাশ সামন্তকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, এই দুই কিশোরীর মধ্যে একজনকে বিয়ে করতে চেয়েছিল আকাশ। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেয় ওই মেয়েটি। আর তারপরেই রাগের বশে তাঁকে খুন করার পরিকল্পনা করে সে।

জানা যাচ্ছে, পেশায় রাজমিস্ত্রির সহকারী আকাশ কয়েকদিন আগে চণ্ডীপুর স্কুলের দশম শ্রেণীর ওই নাবালিকার বাড়ির এলাকায় কাজ করতে গিয়েছিল। সেই সময়ই দুজনের পরিচয় হয়। অভিযোগ, তারপর থেকেই প্রেম করার জন্য উত্তক্ত করছিল আকাশ। কিন্তু প্রতিবারই ওই কিশোরী ফিরিয়ে দেয়। এরপর  গত ১৮ জানুয়ারি সরস্বতী পুজোর নিমন্ত্রণ করতে স্কুলের পক্ষ থেকে অন্য স্কুলে যায় ওই কিশোরী। সঙ্গে ছিল তাঁর সহপাঠী। অভিযোগ, সেই সময় রাস্তা আটকায় আকাশ।

সেবারে বিয়ের প্রস্তাব দিলে তা ফিরিয়ে দেয় ওই কিশোরী। আর তারপরেই দুই নাবালিকাকে ভুলিয়ে ঠাণ্ডা পানীয় খাওয়ায়। তারপরে বাড়ি ফিরে দুজনে পেটে ব্যাথার কারণে অসুস্থ হয়ে পড়েন তাঁরা। তড়িঘড়ি তাঁদের পরিবার তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর রবিবার মৃত্যু হয় একজনে এবং এই মঙ্গলবার মৃত্যু হল আরেক কিশোরীর। গোটা ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে চণ্ডীপুর থানার পুলিশ। আর তারপরেই গ্রেফতার হয়েছে আকাশ।