দিল্লি, ৫ ফেব্রুয়ারি: বুধবার দুপুরে অমৃতসরে (Amritsar) অবতরণ করেছে মার্কিন সেনা বিমান (US Air Force)। আমেরিকার সি-১৭ বিমানে রয়েছে ১০৪ জন ভারতীয় (Indian Migrants)। যাঁরা এতদিন ধরে মার্কিন মুলুকে অবৈধভাবে বসবাস করছিলেন বলে দাবি ট্রাম্প সরকারের। মার্কিন বিমান অমৃতসরে অবতরণ করতেই জানা যায়, অবৈধ অভিবাসী বলে যাঁদের ভারতে পাঠানো হয়েছে,তাঁদের মধ্যে ৩০ জন হরিয়ানা এবং গুজরাটের। বাকিরা অন্য রাজ্যের। মার্কিন বিমানে করে দেশে ফেরাদের মধ্যে ২৫ জন মহিলা রয়েছেন। বেশ কয়েকজন নাবালকও রয়েছে বলে খবর। সবচেয়ে যার কম বয়স, সেই শিশু ৪ বছরের বলে জানা যায়।
রিপোর্টে প্রকাশ, ১০৪ জনের মধ্যে ৪৮ জনের বয়স ২৫-এর নীচে। মঙ্গলবার টেক্সাস থেকে যে মার্কিন সেনা বিমান ওড়ে, তাতে ছিলেন ১১ জন ক্রু। পাশাপাশি টেক্সাসের সান অ্যান্টনিও বিমানবন্দরে ওই সময় ৪৫ জন মার্কিন অফিসার গোটা বিষয়টি দেখাশোনা করছিলেন।
আরও পড়ুন: US C-17 Military Aircraft Lands Amritsar: অবশেষে ভারতীয়দের নিয়ে অমৃতসরে নামল মার্কিন সেনা বিমান
মার্কিন সেনা বিমানে করে ফেরাদের মধ্যে যাঁরা পাঞ্জাবের, তাঁরা ওই রাজ্যের গুরুদাসপুর, অমৃতসর, তরণ তারণ, জলন্ধর, পাটিয়ালা, মোহালি-সহ আরও একাধিক জায়গার বাসিন্দা রয়েছেন। অমৃতসরে যাঁদের নামানো হয়েছে, তাঁদের সমস্ত নথি খতিয়ে দেখে তবেই এ দেশে থাকার অনুমতি দেওয়া হবে। গত মাসেই এমন কথা মার্কিন সেক্রেটারি মার্কো রবিয়োকে জানিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
প্রসঙ্গত গত মাসে ডোনাল্ড ট্রাম্প যখন সাংবাদিক সম্মেলন করেন, সেই সময় অবৈধ অভিবাসীদের 'এলিয়েন' বলে সম্মোধন করেন তিনি। বলেন, এই প্রথম অবৈধ এলিয়েনদের মার্কিন সেনা চপারে বসিয়ে তাঁদের দেশে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প।