Donald Trump. (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ৪ ফেব্রুয়ারি: অভিবাসীদের (Indian Migrants) ভারতের (India) উদ্দেশে রওবা করার পর এবার আমেরিকার দূতাবাসের তরফে মুখ খোলা হল। মার্কিন দূতাবাসের (US) এক আধিকারিক বলেন, আমেরিকা এবার থেকে অভিবাসন নীতি কঠোর করছে এবং অবৈধ নাগরিকদের সে দেশ থেকে বিতাড়িত করার পালা শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সমস্ত দেশের সীমান্ত রয়েছে, সেখানে কড়া আইন আনা হচ্ছে। প্রতিবেশী দেশের সীমান্ত পেরিয়ে যাতে কেউ আমেরিকায় প্রবেশ করতে না পারেন, সে বিষয়ে ট্রাম্প (Donald Trump) প্রশাসন কড়া আইন প্রনয়ণ করে, তা লাগু করছে বলে জানান সংশ্লিষ্ট আধিকারিক। অবৈধ অভিবাসনের জেরে আমেরিকার বিপদ বাড়ুক, তা কোনওভাবে বরদাস্ত নয়। অবৈধ অভিবাসীদের নিয়ে ওয়াশিংটন কোনও ধরনের ঝুঁকি নিতে রাজি নয় বলে জানানো হয় মার্কিন আধিকারিকের তরফে।

আরও পড়ুন: Donald Trump Deports Indian Migrants: আমেরিকায় বসবাসকারী 'অবৈধ ভারতীয়দের' ফেরাচ্ছে ট্রাম্প সরকার, সেনা চপারেই পরিযায়ীদের ফেরাচ্ছে ওয়াশিংটন

ভারতীয় (India) পরিযায়ীদের অর্থাৎ অভিবাসীদের মার্কিন মুলুক থেকে ডোনাল্ড ট্রাম্প সরকার ফেরানোর কাজ শুরু করেছে। সি-১৭ নামের সেনা বাহিনীর চপারে করে ভারতীয়দের (যাঁরা অবৈধভাবে আমেরিকায় থাকছিলেন) ফেরানো শুরু করে ওয়াশিংটন। ট্রাম্প সরকারের তরফে জানানো হয়েছে, আমেরিকায় বসবাসকারী অন্য দেশের যে সমস্ত অবৈধ নাগরিক রয়েছেন, তাঁদের দেশে ফেরাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা চপার। আমেরিকা-মেক্সিকো হোক কিংবা ভারত, অবৈধভাবে আমেরিকায় আর কেউ বসবাস করতে পারবেন না বলে ডোনাল্ড ট্রাম্প সুর চড়ান শপথের দিনই।

মার্কিন যুক্তরাষ্ট্রে (US) দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে বসার পর থেকেই অবৈধ নাগরিকদের ফেরানোর কাজ শুরু হয়েছে। এবার ভারতীয়দেরও ফেরানো হচ্ছে এক এক করে।