Representational Image (Photo Credit: File Photo)

দিল্লি, ৫ ফেব্রুয়ারি: প্রেমিককে অবহেলা করে বাড়ির লোক বিয়ে (Wedding) ঠিক করায় চরম সিদ্ধান্ত তরুণীর। বাড়ির লোকের ঠিক করা পাত্রের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন না বলে আত্মহত্যা করলেন বছর ১৮-র কিশোরী। কেরলের (Kerala) মালাপুরমের এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রিপোর্টে প্রকাশ, আঠেরো বছরের সায়মা সিনিভারের সম্পর্কে ছিল প্রতিবেশী তরুণ সাজিরের সঙ্গে। ১৯ বছরের সাজিরের সঙ্গে সায়মার সম্পর্ক তাঁর বাড়ির লোক মেনে নিতে পারেনি। ফলে অন্যত্র মেয়ের বিয়ে ঠিক করে পরিবার। প্রথমে বাধা না দিলেও, বিয়ের আগের দিন আত্মহত্যা করেন সায়মা। বাবা না থাকায় মায়ের সঙ্গে কাকার বাড়িতে থাকতেন সায়মা। বিয়ে করবেন না জানিয়েও যখন কাজ হয়নি, তখন কাকার বাড়িতেই গলায় দড়ি দিয়ে নিজের জীবন শেষ করে দেন সায়মা নামের ওই কিশোরী।

এদিকে সায়মার মৃত্য়ুর খবর শুনতেই সাজিরও চরম সিদ্ধান্ত নেন। সাজির নিজের হাতের কবজির শিরা কেটে ফেলেন। রক্তাক্ত অবস্থায় সাজিরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে প্রাণে বেঁচে গিয়েছেন সাজির। প্রেমিকার মৃত্যুর খবর শুনে আত্মহত্যার চেষ্টা সাজিরও। ফলে হাসপাতালে রেখেই তাঁর চিকিৎসা চলছে বলে খবর।

সায়মার আত্মহত্যা এবং তা শুনে সাজিরের নিজের জীবন শেষ করার চেষ্টার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। সেই সঙ্গে অস্বাভাবিক মৃত্যুর মামলাও করা হয়েছে দায়ের।