Aishwarya Rai Bachchan and Aaradhya Bachchan (Photo Credits: X)

মুম্বই, ৪ ফেব্রুয়ারিঃ তারকার পাশাপাশি তারকা সন্তানরাও খবরের শিরোনামে থাকেন। তাঁদের সম্পর্কে নানাবিধ তথ্য পাওয়া যায় গুগলে। অনেক সময়ে সেই সমস্ত তথ্যের সত্য-মিথ্যা যাচাই না করেই তা প্রকাশ করে দেওয়া হয়। এবার তেমনই ঘটনার মুখোমুখি ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) এবং অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) ১৩ বছরের মেয়ে আরাধ্যা বচ্চন (Aaradhya Bachchan)। সম্প্রতি আদালতের দারস্ত হয় আরাধ্যা। জানা যাচ্ছে, অমিতাভ নাতনি সংক্রান্ত সেই মামলায় এবার গুগলের কাছ থেকে জবাব চেয়ে নোটিস পাঠিয়েছে দিল্লি হাইকোর্ট।

কেন আদালতের দারস্ত হল আরাধ্যা?

জানা যাচ্ছে, ঐশ্বর্য এবং অভিষেক কন্যা আরাধ্যার (Aaradhya Bachchan) স্বাস্থ্য সম্পর্কে একটি ভুল তথ্য গুগলে (Google) লেখা হয়েছে। সেই বিষয়ে আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হয় বচ্চন পরিবার। আরাধ্যার আবেদনের পরিপ্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট গুগলের কাছ থেকে প্রতিক্রিয়া চেয়ে নোটিস জারি করেছে। অভিষেক এবং আরাধ্যার দায়ের করা মামলার পরবর্তী শুনানি ১৭ মার্চ।

এর আগে ২০২৩ সালে আরাধ্যার স্বাস্থ্য সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। কিন্তু আদালতের নির্দেশের পরেও তা সরানো হয়নি। এরপরেই ফের নতুন করে হাইকোর্টে আবেদন জানায় বচ্চন পরিবার। আরাধ্যার আবেদনের পর আদালত গুগলকে নোটিস পাঠিয়ে জানতে চায়, কেন এখনও সম্পূর্ণরূপে আরাধ্যার স্বাস্থ্য সম্পর্কে ওই সমস্ত তথ্য সরানো হয়নি?