Local Train In West Bengal (Photo credit: Wikipedia)

ফের শিয়ালদহ লাইনে যান্ত্রিক ত্রুটি। যার ফলে দমদম থেকে শিয়ালদহ রুটে একাধিক ট্রেন দাঁড়িয়ে রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই চরম দুর্ভোগের শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা। সূত্রের খবর, কাঁকুড়গাছিতে (Kakurganchi) পয়েন্ট বিকল হওয়ার কারণে শুরু হয়েছে এই সমস্যা। যার ফলে একাধিক ট্রেন দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে রয়েছে শিয়ালদহ ঢোকার আগে। দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকার কারণে অনেকেই লাইনে নেমে শিয়ালদহ অবধি হেঁটেই চলে যাচ্ছে। এই সমস্যা বুধবার বিকেল থেকেই শুরু হয়েছে। যদিও রেলের তরফ থেকে জানানো গয়েছে, তাঁরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে।

পয়েন্ট খারাপের জন্য বন্ধ ট্রেন চলাচল

এর আগে গত শনিবার থেকে টানা ৫২ ঘন্টা কাঁকুড়গাছি ও বালিগঞ্জে নন-ইন্টারলকিংয়ের কাজ শুরু হয়েছিল। যে কারণে এই কয়েকদিন ট্রেন চলাচাল বন্ধ ছিল। গত সোমবার থেকে এই লাইনে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। তারপর ফের বুধবার দুপুর থেকে ১, ২ ও ৪ নম্বর লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। জানা যাচ্ছে, কাঁকুড়গাছিতে পয়েন্ট খারাপ হয়ে যাওয়ার কারণে শুরু হয়েছে সমস্যা।

স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল

যদিও বর্তমানে জানা যাচ্ছে ১ ও ২ নম্বর লাইনে ম্যানুয়ালি সিগন্যাল দিয়ে ট্রেন চলাচলে কাজ শুরু করা হয়েছে। যার ফলে খুব ধীরে ধীরে ট্রেন চালানো হচ্ছে। অন্যদিকে ৪ নম্বরের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে।