সোমবার সকালে শিয়ালদহগামী (Sealdah ) কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে (Kanchanjungha Express) মালগাড়ি গিয়ে ধাক্কা দিলে, বড়সড় দুর্ঘটনা ঘটে যায়। চাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কায় যাত্রীবাহি দুরপাল্লার ট্রেনের পরপর ২টি কামরা লাইনচ্যুত হয়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পরপর ২টি কামরা লাইনচ্যুত হওয়ায় সেগুলি দুমড়েমুচড়ে যায়। ফলে ঠিক কতজন আহত হন, সে বিষয়ে এখনও স্পষ্ট ধারনা মেলেনি। দুর্ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে বলে জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: Sealdah Kanchanjungha Express Accident: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বড়সড় দুর্ঘটনা, শুরু উদ্ধার কাজ
দেখুন দুর্ঘটনার ভিডিয়ো...
#WATCH | Goods train rams into Kanchenjunga Express train in Darjeeling district in West Bengal, several feared injured
Details awaited. pic.twitter.com/8rPyHxccN0
— ANI (@ANI) June 17, 2024
দেখুন আরও ভিডিয়ো...
#WATCH | West Bengal | Wagon of Kanchenjunga Express train suspended in the air after a goods train rammed into it at Ruidhasa near Rangapani station under Siliguri subdivision in Darjeeling district today; rescue operation underway pic.twitter.com/rYnEfC3vic
— ANI (@ANI) June 17, 2024