Niger Coup General Abdourahamane Tchiani (Photo Credit: @SuunaKing_James/ X)

নাইজারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করা বিদ্রোহী সেনাদের নেতা শনিবার রাতে বলেছেন, তারা তিন বছরের মধ্যে দেশকে বেসামরিক শাসনে ফিরিয়ে দেবেন। জেনারেল আব্দুরাহমানে তচিয়ানি পরিকল্পনার বিষয়ে বিস্তারিত কিছু বলেননি, রাষ্ট্রীয় টেলিভিশনে কেবল বলেছেন যে জান্তা কর্তৃক আয়োজিত একটি আলোচনায় ৩০ দিনের মধ্যে পরিবর্তনের নীতি নির্ধারণ করা হবে। পশ্চিম আফ্রিকার দেশটির সংকট সমাধানে আগ্রহী একটি আঞ্চলিক প্রতিনিধিদলের সঙ্গে প্রথম বৈঠকের পর তচিয়ানি বলেন, 'আমি নিশ্চিত যে আমরা সবাই মিলে এই সংকট থেকে উত্তরণের পথ খুঁজে বের করব।' নাইজেরিয়ার প্রাক্তন রাষ্ট্রপ্রধান জেনারেল আব্দুলসালামি আবুবকরের নেতৃত্বে ইকোওয়াস ব্লকের প্রতিনিধিরা প্রেসিডেন্ট মহম্মদ বাজুমের সাথে পৃথকভাবে সাক্ষাৎ করেন।

গত ১০ আগস্ট নাইজারের সাংবিধানিক শাসন পুনর্বহালের জন্য 'স্ট্যান্ডবাই ফোর্স' মোতায়েনের নির্দেশ দেয় ইকোওয়াস। শুক্রবার ইকোওয়াস কমিশনার ফর পিস অ্যান্ড সিকিউরিটি আবদেল-ফাতাউ মুসাহ বলেন, ১৫টি সদস্য দেশের মধ্যে ১১টি দেশ সামরিক হস্তক্ষেপে রাজি হয়েছে। গত মাসে যে সৈন্যরা বাজুমকে উৎখাত করেছে তারা দ্রুত নিজেদের ক্ষমতায় অধিষ্ঠিত করে বেশিরভাগ আলোচনার প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করে এবং বাজুম, তার স্ত্রী এবং ছেলেকে রাজধানীতে গৃহবন্দি করে রাখে। অভ্যুত্থানের অব্যবহিত পরে, ব্লকটি জান্তাকে সাত দিন সময় দিয়েছিল বাজুমকে মুক্তি দেওয়ার এবং পুনরুদ্ধার করার।

যে ১১টি সদস্য দেশ সামরিকভাবে হস্তক্ষেপ করতে সম্মত হয়েছে তাদের মধ্যে অভ্যুত্থানের পর সামরিক শাসনের অধীনে থাকা অন্য তিনটি দেশ অন্তর্ভুক্ত নয়: গিনি, মালি ও বুরকিনা ফাসো। পরের দু'জন সতর্ক করে দিয়েছে যে তারা নাইজারে যে কোনও হস্তক্ষেপকে যুদ্ধের কাজ হিসাবে বিবেচনা করবে। শুক্রবার নাইজারের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, একাত্মতা প্রকাশ করে মালি ও বুরকিনা ফাসো যুদ্ধ বিমান পাঠিয়েছে। শুক্রবারের এই ঘোষণাটি নাইজারের গণতান্ত্রিক শাসন জোর করে ফিরিয়ে আনার জন্য ইকোওয়াস-এর সর্বশেষ ফাঁকা হুমকি ছিল বলে সংঘাত বিশ্লেষকরা মনে করেন।