নাইজারের সামরিক অভ্যুত্থান ঠেকানোর চেষ্টাকে সমর্থন করবে ফ্রান্স। শনিবার পশ্চিম আফ্রিকার আঞ্চলিক ব্লকের পক্ষ থেকে বলা হয়, সামরিক হস্তক্ষেপের পরিকল্পনায় রয়েছে তারা। তিন বছরের মধ্যে পশ্চিম ও মধ্য আফ্রিকায় সপ্তমবার নাইজারের সামরিক আগ্রাসন পশ্চিম সাহেল অঞ্চলকে কাঁপিয়ে তুলেছে। যদিও বিশ্বশক্তিগুলোর কাছে কৌশলগত দিক থেকে এটি অন্যতম দরিদ্র দেশ। পশ্চিম আফ্রিকার রাষ্ট্রগুলোর অর্থনৈতিক সম্প্রদায়ের (ইকোওয়াস) প্রতিরক্ষা প্রধানরা রবিবারের মধ্যে প্রেসিডেন্ট মহম্মদ বাজুমকে পুনর্বহাল না করলে সামরিক পদক্ষেপের পরিকল্পনা তৈরি করেছেন। তবে ৫৯ বছর বয়সী অভ্যুত্থান নেতা জেনারেল আব্দুরাহামানে তিয়ান, যিনি ফ্রান্সে তার কিছু সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন, তিনি বলেছেন, জান্তা পিছু হটবে না। Niger Coup: নাইজারে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন কামনা করছে ইকোওয়াস
নাইজারের ভবিষ্যৎ এবং বিপন্ন গোটা অঞ্চলের স্থিতিশীলতা নিয়ে প্যারিসে নাইজারের প্রধানমন্ত্রী ওউহুমৌদু মাহামাদু'র (Ouhoumoudou Mahamadou) সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোনার বৈঠকের পর ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, "এই অভ্যুত্থান প্রচেষ্টাকে পরাজিত করার জন্য ইকোওয়াস-এর প্রচেষ্টাকে ফ্রান্স দৃঢ়তা ও দৃঢ়সংকল্পের সঙ্গে সমর্থন করে।" যদিও প্রাক্তন ঔপনিবেশিক শক্তি ফ্রান্স নাইজারের একটি ইকোওয়াস হস্তক্ষেপের জন্য তার সমর্থনে সামরিক সমর্থনের প্রয়োজন হবে কিনা তা নির্দিষ্ট করে জানায়নি।
France will support efforts by the West African regional grouping ECOWAS to overturn Niger's military coup, the French foreign ministry said https://t.co/iXezu4m5hs pic.twitter.com/CuszevJBXE
— Reuters (@Reuters) August 6, 2023
ইকোয়াস অধিগ্রহণ নিয়ে কঠোর অবস্থান নিয়েছে। রাজনৈতিক বিষয়, শান্তি ও নিরাপত্তা বিষয়ক ইকোওয়াস কমিশনার আবদেল-ফাতাউ মুসাহ বলেন, হস্তক্ষেপ পরিকল্পনার আওতায় কখন এবং কোথায় হামলা চালানো হবে, সে সিদ্ধান্ত রাষ্ট্রপ্রধানরা নেবেন। তিনি হস্তক্ষেপের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা বা পরিকল্পনাটি কী হবে তা বলেননি। যে কোন সম্ভাব্য সামরিক পদক্ষেপের আগে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সদস্যের সমর্থন আদায়ের জন্য এই সপ্তাহান্তে একটি ইকোওয়াস প্রতিনিধি দল আলজেরিয়া এবং লিবিয়া সফর করে।