দিল্লি, ২৩ মার্চ: তুরস্ক (Turkey), সিরিয়ার পর পাকিস্তান (Pakistan)। মঙ্গলবার পাকিস্তানে ৬.৮ মাত্রার ভয়াবহ কম্পনের জেরে এখনও পর্যন্ত কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। পরপর ১১ জনের মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়ায়। মৃত্যুর পাশাপাশি কমপক্ষে ১১ জন আহত হন বলে খবর। মঙ্গলবারের ভূমিকম্পের জেরে পাকিস্তানের পাশাপাশি তুর্কমেনিস্তান, কাজাকস্তান, তাজিকিস্তান,উজবেকিস্তান, চিন, কিরঘিজস্তানেও কম্পন অনুভূত হয়। পাকিস্তান এবং তার আশপাশের দেশগুলির সঙ্গে দিল্লি-সহ (Delhi) গোটা এনসিআর জুড়েও কম্পন অনুভূত হয়।
FLASH: A 6.8 magnitude earthquake has hit parts of Pakistan, India, and Afghanistan. This just confirms my School Boy’s Theory of History: it’s just one damn thing after another. Take a look:pic.twitter.com/Q30f9faCFY
— Steve Hanke (@steve_hanke) March 21, 2023
ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের খবর অনুযায়ী, আফগানিস্তানের জুর্মের ১৮০ কিলোমিটার দূরে ছিল কম্পনের উৎসস্থল। তবে মঙ্গলবার রাতে সবচেয়ে বেসি কম্পন অনুভূত হয় পাকিস্তানের রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, মানসেরা, অ্যাবোটাবাদ, মুজফ্ফরনগর, পেশোয়ার, হরিপুর, মরদান, চিত্রাল, চারসাড্ডা-সহ একাধিক শহরে কম্পন অনুভূত হয়।
Earthquake of Magnitude:6.6, Occurred on 21-03-2023, 22:17:27 IST, Lat: 36.09 & Long: 71.35, Depth: 156 Km ,Location: 133km SSE of Fayzabad, Afghanistan for more information Download the BhooKamp App https://t.co/kFfVI7E1ux @ndmaindia @Indiametdept @moesgoi @PMOIndia pic.twitter.com/sJAUumYDiM
— National Center for Seismology (@NCS_Earthquake) March 21, 2023