Earthquake: পাকিস্তানে জোরাল ভূমিকম্প, নিহত কমপক্ষে ১১, দেখুন আতঙ্কের ভিডিয়ো
Earthquake (Photo Credit: Twitter)

দিল্লি, ২৩ মার্চ: তুরস্ক (Turkey), সিরিয়ার পর পাকিস্তান (Pakistan)। মঙ্গলবার পাকিস্তানে ৬.৮ মাত্রার ভয়াবহ কম্পনের জেরে এখনও পর্যন্ত কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। পরপর ১১ জনের মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়ায়।  মৃত্যুর পাশাপাশি কমপক্ষে ১১ জন আহত হন বলে খবর। মঙ্গলবারের ভূমিকম্পের জেরে পাকিস্তানের পাশাপাশি তুর্কমেনিস্তান, কাজাকস্তান, তাজিকিস্তান,উজবেকিস্তান, চিন, কিরঘিজস্তানেও কম্পন অনুভূত হয়। পাকিস্তান এবং তার আশপাশের দেশগুলির সঙ্গে দিল্লি-সহ (Delhi) গোটা এনসিআর জুড়েও কম্পন অনুভূত হয়।

 

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের খবর অনুযায়ী, আফগানিস্তানের জুর্মের ১৮০ কিলোমিটার দূরে ছিল কম্পনের উৎসস্থল। তবে মঙ্গলবার রাতে সবচেয়ে বেসি কম্পন অনুভূত হয় পাকিস্তানের রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, মানসেরা, অ্যাবোটাবাদ, মুজফ্ফরনগর, পেশোয়ার, হরিপুর, মরদান, চিত্রাল, চারসাড্ডা-সহ একাধিক শহরে কম্পন অনুভূত হয়।